উল্টোপুরাণ। আমেরিকাকে যুদ্ধবিমানের অফার করল এবার ভারতবর্ষ
নিউজ ডেস্কঃ ভারতবর্ষের সামরিক ক্ষেত্রে যে উন্নতি হচ্ছ তা আর নতুন করে কিছু বলার নেই। একাধিক বিধ্বংসী মিসাইল থেকে শুরু করে যুদ্ধবিমান তৈরি হচ্ছে দেশীয় প্রযুক্তিতেই। আর সেই কারনে দেশের সামরিক ক্ষেত্রের উন্নতির পাশাপাশি যুদ্ধাস্ত্র রপ্তানি করে দেশের অর্থনীতি মজবুত হবে বলে আশা করা যায়। তবে এবার আরও এক ধাপ এগিয়ে গেল ভারতের দেশীয় প্রযুক্তির তৈরি যুদ্ধবিমান। এতদিন পর্যন্ত আমেরিকা বিভিন্ন দেশকে যুদ্ধবিমান রপ্তানি করত তবে এবার বিদেশ থেকে যুদ্ধবিমান আমদানি করতে চাইছে। আর সেই টেন্ডারে এবার সামিল হল ভারতবর্ষ।
“ভারত আমেরিকাকে ফাইটার জেট অফার করেছে”। ব্যপারটা সম্পুর্ন উল্টোপুরাণ। ভারত আমেরিকাকে যুদ্ধবিমান অফার করেছে। আমেরিকার নৌবাহীনি তাদের রণতরী থেকে টেক-অফ এবং ল্যান্ডিং করতে সক্ষম এমন নেভাল ট্রেইনার জেটের জন্য বৈশ্বিক ভাবে টেন্ডার ছেড়েছে। ভারতবর্ষের HAL এর তৈরী নেভাল এল.সি.এ এর একটি ‘লিড ইন ফাইটার ট্রেইনার’ (LIFT) এর সাথে সেই RFI এ অংশগ্রহণ করেছে। আমেরিকান নৌবাহীর দেওয়া RFI অনুসারে এটি সমস্ত চাহিদা গুলিতে উত্তীর্ণ হয়েছে এবং টেন্ডার প্রকৃয়ার অংশ হয়েছে। প্রসঙ্গত বর্তমানে সারা বিশ্ব জুড়ে নেভাল LIFT শ্রেণীর মাত্র দুটি জেট রয়েছে,একটি হল LCA এবং অপরটি JL-9। অতয়েব আমেরিকার নৌবাহিনীতে ভারতবর্ষের বিমান দেখাটা খুব একটা অস্বাভাবিক নয়।