ডিফেন্স

আগামি দশ বছরের মধ্যে বিধ্বংসী হবে ভারতের নৌবাহিনী। কেন বলা হচ্ছে এমন?

নিউজ ডেস্কঃ ভারত-চীন সংঘাতের ফলে যে আখেরে ভারতের লাভ হয়েছে তা বলাই বাহুল্য। কারন সামরিক ক্ষেত্রে একের পর এক উন্নয়ন হয়েছে। যুদ্ধাস্ত্রের পাশাপাশি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের বিরাট উন্নয়ন এবং বিনিয়োগ হতে চলেছে। তার ফলে ভারতের বায়ুসেনা থেকে শুরু করে নৌসেনার ক্ষমতা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে।

“ আগামী দশ বছরে (২০২০-২০৩০সালের মধ্যে) ভারতীয় নৌবাহিনীর উন্নয়নের জন্য $৫১বিলিয়ন খরচ করা হবে” – বলে জানিয়েছে  কেন্দ্র সরকার। কেন্দ্র সরকারের তরফ থেকে জানানো হয়েছে যে এবার থেকে প্রতিবছর ভারতীয় নৌবাহিনীর উন্নয়নে জন্য $৫.১বিলিয়ন খরচ করা হবে। যা দিয়ে নৌবাহিনীর সার্ফেস ভেসেল্স ও সাবমেরিনের জন্য খরচ করা হবে। এটি যদি বাস্তবায়ন হয় তবে তা নৌবাহিনীর জন্য যথেষ্ট লাভদায়ক হবে বলে মত সামরিক বিশেষজ্ঞদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *