চীনের পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমানকে যেকোনো সময় টেক্কা দিতে প্রস্তুত ভারতের প্রধান যুদ্ধবিমান
নিউজ ডেস্কঃ ভারত এবং চীন দুই দেশ বেশ কিছু এক যুদ্ধাস্ত্র ব্যবহার করে থাকে। শুধু ভার্সন আলাদা। এমন কি চীন তাদের পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমানে যে ইঞ্জিন ব্যবহার করে থাকে তা ভারতবর্ষ সুখই সু ৩০ র মতো যুদ্ধবিমানের ব্যবহার করে থাকে।
বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে ভারত ও চীনের বায়ু সেনা যেহেতু একই বিমান সু 30 ব্যাবহার করে। ভারত যেখানে ব্যাবহার করে সু 30 এম কে আই ভার্শন চীন সু 30 এম কে কে ও সু 30 এম কে 2 ।
ভারত কিছুদিন আগে 33 টি যুদ্ধবিমান রাশিয়া থেকে ক্রয় কয়ার চুক্তি অনুমোদন করেছে 18,148 কোটি টাকার, এই অর্থ দিয়ে 21 টি মিগ 29 ও 12 টি সু 30 এম কে আই কেনা হচ্ছে। এটি ভারতের হাতে থাকা 260 টি সু 30 এর অতিরিক্ত ।
সু 30 ভারতীয় বিমান বাহিনীর মেরুদন্ড বলা চলে 260 টি বিমান বর্তমানে সার্ভিসে আছে। অতিরিক্ত বিমানগুলো 2 থেকে 3 বছরের মধ্যে সার্ভিসে আসবে এগুলো HAL এর নাসিক প্লান্ট তৈরী হবে।
MKI ভার্শন হল ভারতীয় সংস্করণ সু 30 এর mki মানে modernizirovannyi kommercheski indiski রাশিয়ান ভাষায় যা বলছে modernized commercial indian , বুঝতেই পারছেন এই মডেল এক্সক্লুসিভ ভাবে ভারতের জন্যই বানান হয়েছে অবশ্য ভারত ছাড়া আর একটি দেশ এই ভার্শন ব্যাবহার করে। তবে এর মডার্ন ইসরায়েলী ফরাসি এভিওনিক্স যেটি ভারত ছাড়া কেউ ব্যাবহার করে না। সু 30 mki এর bhramos উৎক্ষেপ ক্ষমতা সঙ্গে একটি বাড়তি সক্ষমতা। এটি রাশিয়ান R 73/77 bvr ব্যাবহার করে আপাতত যার রেঞ্জ লিমিটেড তবে অস্ত্র এসে যাবার পর এই দুর্বলতা এটি কাটিয়ে উঠবে 248 টি অর্ডার আছে। যদিও bvr ক্ষমতা বর্তমানে পশ্চিমী বিমান এর তুলনায় বর্তমানে এটি পিছিয়ে কিন্তু ক্লোজ কমবাট এটা বিপক্ষ কে যেকোনো সময় ভীতি ধরাতে পারে।
চীনা বিমান বাহিনী PLAAF এর সু 30 mkk /mk2 এই দুই ভার্শন ব্যাবহার করে , সু 30 mkk বিমানের ইঞ্জিন প্রযুক্তি সু 35 বিমানের মত বলে মনে করা হয় ,চীন 73 টি সু 30 mkk ভার্শন ও পরে অর্ডার দেয়া 24 টি সু 30 mk2 ভার্শন ব্যাবহার করে শেষেরগুলো নৌ সেনা PLAN ব্যাবহার করে। কিন্তু ভারতের মত চীনা সু 30 গুলোর ইঞ্জিন থ্রুস্ট ভেক্টর ইঞ্জিন নয় অর্থাৎ এর মানুভার করার ক্ষমতা অনেক কম।
এছাড়া চীনারা রিভার্স ইঞ্জিনিয়ারিং করে J 11 ও J 16 বিমান তৈরী করেছে J 11 হল সু 27 কপি এটি 346 টি আছে বর্তমানে এটাই তাদের বিমানবাহিনীর প্রধান শক্তি এছাড়া সু 30 কে কপি করে বানান হয়েছে J 16 এর সংখ্যা 128, এই বিমান গুলো PL 12 ও PL 15 মিসাইল বহন করে।
সঙ্গে চীনারা রাশিয়ার সু 33 বিমান কপি করে J 15 বিমান তৈরী করেছে যেটা PLAN চীনা নৌ সেনা ব্যাবহার করে ,ইউক্রেন থেকে একটি সু 33 বিমান চীনারা সংগ্রহ করে তার রিভার্স ইঞ্জিনিয়ারিং করে এই বিমানটি বানিয়েছে। বর্তমানে এদের সংখ্যা 50 এর কাছে। চীনারা সংখ্যা কে খুব গুরুত্ব দেয় ,তাদের মতে এটাই নাকি যুদ্ধে জেতার প্রধান শর্ত তবে বিশেষজ্ঞদের মতে আধুনিক যুদ্ধ এইভাবে হয় না।