ভারতবর্ষের প্রধান যুদ্ধবিমানের টেকনোলোজি জানতে পাকিস্তান সুন্দরী মেয়েদের ব্যবহার করছে। কিন্তু কেন?
নিউজ ডেস্কঃ ভারতবর্ষের হাতে থাকা প্রথম সারির যুদ্ধবিমান হল সুখই সু ৩০ এম কে আই। বিমানগুলিকে আবারও নতুন করে আপগ্রেড করা শুরু হয়েছে। এই যুদ্ধবিমানের কারনে ভারতবর্ষের শত্রুদেশ বেশ সমীহ করে চলে ভারতের বায়ুসেনাকে। এবং কিছুদিনের আরও ১২ টি এই বিমান সেনাবাহিনীর হাতে আসতে চলেছে। পাশাপাশি এই সুখই গুলিকে সুপার সুখই এ উন্নিত করা চেষ্টা করা হচ্ছে।
পাকিস্তানের কুখ্যাত গুপ্তচর এজেন্সি ISI (ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স) ভারতের বিমান বাহিনীর সুখই সু 30 এম কে আই যুদ্ধবিমানের জ্যামারের সম্পর্কে জানার চেষ্টা চালাচ্ছে, যা তাদের Amraam মিসাইল কে প্রতিহত করেছিল বালকট হামলার পরের দিন।
মহারাষ্ট্রের ATS (আন্টি টেরোরিস্ট স্কোয়াড সম্প্রতি) HAL এর হিন্দুস্তান এরোনোটিক্স লিমিটেড এর নাসিক এর ওঝার প্লান্ট এর প্রোডাকশন সুপারভাইজার কে গুপ্তচর গিরির করার অভিযোগ গ্রেফতার করার পর এই বিশাল তথ্য পাওয়া গেছে। সে নাসিক স্থিত প্ল্যান্ট যেখানে সুখই সু 30 এম কে আই তৈরী করা হয়। সেখান থেকে যুদ্ধবিমান তৈরির উপকরণ ও HAL এর বিভিন্ন ডাটা পাকিস্তান কে সরবরাহ করেছে বলে অভিযোগ করা হয়েছে। সে স্বীকার করেছে ISI তাকে হানি ট্র্যাপ এ ফেলেছিল ও তাকে দিয়ে বিভিন্ন ইনফরমেশন সংগ্রহ করত।
শিল্প উদ্যোগ প্রতিরক্ষা উদ্যোগের সঙ্গে জড়িত এক সরকারী কর্মকর্তা এক সাক্ষাৎকারে জানিয়েছেন যে পাক বিমান বাহিনী PAF ও তাদের গুপ্তচর বিভাগ ISI ভারতের সুখই বিমান বিশেষ করে তাদের ইসরাইলি জ্যামার সম্পর্কে জানতে বেশ আগ্রহী। প্রধান কারন হল একটি সুখই বালকট হামলার পরের দিন পাকিস্তান এয়ার ফোর্সের রেইড এর সময় একটি এফ 16 বিমান থেকে ছোড়া AIM 120C5 AMRAAM মিসাইল কে সহজেই এড়িয়ে যেতে পেরেছিল এই জ্যামারের কারনে।
PAF(পাকিস্তান এয়ার ফোর্স) আর ISI মরিয়া হয়ে উঠেছে সুখই এর ELTA EL/M 8222 সেলফ প্রটেকশন জ্যমার পড যা বর্তমানে PAF এর হাতে থাকা এফ 16 বিমানের সমস্ত মিসাইল থেকে ভারতের বায়ুসেনার প্রথম সারির সমস্ত বিমান গুলোকে রক্ষা করতে সমর্থ। বিশেষ করে এর অত্যাধুনিক ইলেকট্রনিক ওয়ারফেয়ার ও অভিওনিক্স সম্পর্কে জানতে আগ্রহী।
যদিও PAF ক্রমান্বয়ে দাবী করে যে তারা নাকি একটি ভারতের সুখই কে সেদিন তারা ধ্বংস করেছে। কিন্তু তারা তাদের দাবী প্রমান দিতে অসমর্থ হয়েছিল। আর বায়ু সেনা দিবসে ওই বিশেষ বিমানটি যোগ দিয়ে তাদের দাবী পুরো নস্যাৎ করেছে। ISI চেষ্টা চালাচ্ছে সুখই সু ৩০ র খুঁটিনাটি জানতে। এমনকি বায়ু সেনার সাইটে ঢুকে সিস্টেম হ্যাক করে তারা সুখই এর টেল নাম্বার ও সিরিয়াল নাম্বার খোঁজার তারা এক প্রয়াস চালিয়েছিল। তাদের সুখই বিমান ধংসের গল্প প্রমান করার জন্য।
ভারতের বায়ুসেনা 12 টি সুখই বিমান অর্ডার দিয়েছে । তারা এর উদাহরণ দিয়ে বলছে তারা নাকি একটি সুখই ধংশ করেছে। কিন্তু IAF রেকর্ড বলছে যে মাত্র 10 টি সুখই ট্রেনিং সময় ধ্বংস হয়েছে তার মধ্যে একটি HAL এর নিজস্ব টেস্ট বার্ড ছিল। গ্রেফতার হওয়া ওই কর্মকারী কিছু টেকনিক্যাল ডাটা হয়ত পাকিস্তানে পাচার করে দিয়েছে, কিন্তু বিস্তৃত কোন কিছু ধারণা করা ও ওই সিস্টেম কিভাবে কাজ করে তার ধারণা ওই সূত্র দিয়ে পাওয়া সম্বব না এমনটাই জানিয়েছেন বিশেষজ্ঞরা । তাদের হাতে কিছু ভাসা ভাসা তথ্য গেছে এইটুকুই।