আজারবাইজান এবং আর্মেনিয়ার যুদ্ধে মোট কত ক্ষয়ক্ষতি হয়েছিল জানেন?
নিউজ ডেস্কঃ আজারবাইজান এবং আর্মেনিয়ার যুদ্ধ যে ভয়ংকর পরিস্থিতি তৈরি হয়েছিল তা বলাই বাহুল্য। ইতিমধ্যে দুই দেশের যুদ্ধে বিরাট ক্ষয়ক্ষতি হয়েছে। সামরিক বিশেষজ্ঞদের মতে দুই দেশে ২৫০০ র বেশি সৈন্য মারা গেছে। তবে আজারবাইজানের থেকে সেভাবে অফিশিয়াল কিছু না জানানো হলেও আর্মেনিয়া জানিয়েছে।
আর্মেনিয়ার MoD জানিয়েছে যুদ্ধে আর্মেনিয়া আজেরবাইজানের
107 টি UAV
10 টি হেলিকপ্টার
205 টি আর্মড ভেহিকেল
5 টি প্লেন
1 টি Smerch এবং
1750 জনের মতো সৈন্য কে খতম করেছে।
এদিকে আজেরবাইজানের পক্ষ থেকে এসব তেমন প্রকাশ করেনি তবে জানানো হয়েছে যে আর্মেনিয়ার বহু সংখ্যক সৈন্য, যান বাহন সামরিক অস্ত্রের লোকসান হয়েছে বাধ্য হয়ে আর্মেনিয়া মহিলা সৈনিকদেরকেও যুদ্ধে পাঠিয়েছিল।
আজেরবাইজানের MoD এর মুখপাএ Hikmet Hajiyev তুর্কি প্রধান Erdogan, হাঙ্গেরি, এবং পাকিস্তান সরকার কে ধন্যবাদ জানিয়েছে আর্মেনিয়ার বিরুদ্ধে যুদ্ধে তাদের সাহায্য করার জন্য। আর তাছাড়া আর্মেনিয়া একটি ছোট্ট মাত্র দেশ জনসংখ্যা 50 লাখ ও নয় এদিকে আজেরবাইজান আর্মেনিয়ার থেকে মোটামোটি আকারে অনেক বড় দেশ জনসংখ্যাও অনেক বেশি এবং আজেরবাইজান কে আবার তুর্কি, পাকিস্তান সহায়তা করেছিল।
কিন্তু আর্মেনিয়ার পক্ষে অনেকে মুখেই পাশে দাড়ালেও সামরিক দিক দিয়ে কিন্তু কেই সাহায্য করেনি সেইসময়।