ইতিহাসে রেকর্ড তৈরি আমেরিকার
নিউজ ডেস্কঃ আমেরিকার মহাকাশ গবেষণা যে সত্যি মানুষকে যেকোনো সময় অবাক করে দিতে পারে তা আর নতুন করে কিছু বলার নেই। কারন ইতিমধ্যে তা প্রমান হয়েছে। পৃথিবীর গণ্ডি পেড়িয়ে অনেকদিন আগেই অন্য গ্রহে পা রেখেছে নাসা। এবং সেখানে ভবিষ্যতে যে বিরাট কাজ করতে চলেছে তারা তা ইতিমধ্যে প্রমান পেয়েছে মানুষ।
অ্যভিয়েশন ইতিহাসে এবার রেকর্ড তৈরি আমেরিকার। পৃথিবীর প্রথম দেশ হিসাবে মঙ্গলের আকাশে হেলিকপ্টার ওড়ালো নাসা। নাসা ২০২০ তেই মঙ্গলের উদ্দেশ্যে Ingenuity রোবটিক হেলিকপ্টার পাঠিয়েছিল। এটি শুধুমাত্র টেকনোলজি প্রদর্শন ছিল। আসতে আসতে আরো ফ্লাইট পরীক্ষা হতে চলেছে। অর্থাৎ আগামী দিনে পৃথিবীর বাইরে মঙ্গলের আকাশেও রাজত্ব করতে চলেছে আমেরিকা।