অত্যাধুনিক টেকনোলোজি পরবর্তী প্রজন্মের বিমান আসতে চলেছে বিমানবাহিনীর হাতে
নিউজ ডেস্কঃ ভারতের বিমানবাহিনীর হাতে যে আসতে আসেতে আওাক্সের সংখ্যা কমছে তা অনেক আগেই বলা হয়েছিল। এই আওাক্সের জন্যই বেশ কিছু সময় পাকিস্তানের থেকে পিছিয়ে পরতে হয়েছে ভারতীয় বায়ুসেনাকে। তবে এই অত্যাধুনিক টেকনোলোজি খুব শীঘ্রই ভারতের হাতে আসতে চলেছে। কারন আধুনিক যুদ্ধে এর গুরুত্ব অপরিসীম।
ভারতীয় বিমানবাহিনী জানিয়েছে নেত্রা এ্যওয়াক্সের গুরূত্ব এখনও দেশের কাছে কমেনি। ভারতীয় বিমানবাহিনী অতিরিক্ত ৫টি নেত্রা এ্যওয়াক্স ফ্লিটে যোগ করাতে চাইছে। একটি ভার্চুয়াল মিটিং এ বিমানবাহিনীর এক উচ্চপদস্থ আধিকারিক বলেন সি-২৯৫ এর ওপর নেত্রা ২.০ অফার করেছে ডিআরডিও। কিন্তু এক্ষেত্রে আরও বেশি সময় লাগবে এই বিমান গুলিকে মডিফাই করতে। এরথেকে বিমানবাহিনী আগের ERJ-145XR এর ওপরই নেত্রা কে বসাতে চাইছে। যদিও পরে সি-২৯৫ এর ওপর নেত্রাকে মাউন্ট করাকে একেবারে রিজেক্ট করছে না বিমানবাহিনী। কারন ভারতীয় বিমানবাহিনীতে এখনও নেত্রার চাহিদা ব্যপক সংখ্যায় আছে। তবে আপাতত ৫টি নেত্রা ও ৮টি ডিআরডিও নেক্সট জেনেরেশান এ্যওয়াক্স যা এয়ারবাস এ-৩৩০ এর ওপর মাউন্ট করা হবে তারওপরই জোড় দিচ্ছে বিমানবাহিনী।