ডিফেন্স

প্রচুর মিসাইল ভারতের সেনাবাহিনীর হাতে। চিন্তিত চীন ? কত মিসাইল রয়েছে সেনাবাহিনীর হাতে!

নিউজ ডেস্কঃ ডিফেন্স অর্থাৎ প্রতিরক্ষা ক্ষেত্রে যে অনেক কিছু গোপন করে রাখা হয়ে থাকে তা আর নতুন করে কিছু বলার নেই। তবে ভারতবর্ষের হাতে যে একের পর এক বিধ্বংসী যুদ্ধাস্ত্র আছে তা সকলেরই জানা। তবে কিছু অস্ত্র এমন আছে যা কত সংখ্যায় আছে তা কারও জানা নেই।

এক চীনা বিশেষজ্ঞ প্রকাশ করেছেন যে,সব ধরনের মিলিয়ে ভারতের কাছে এই মুহূর্তে ১৪,০০০এর অধিক ব্রহ্মস মিসাইল রয়েছে। যদিও শত্রুর মুখ থেকে নিজেদের শক্তি সম্পর্কে এরকম বক্তব্য শুনতে ভালোই লাগে। তবে চীনা বিশেষজ্ঞের এর বক্তব্য যুক্তিপূর্ণ নয়। অর্থাৎ এই মূহুর্তে ভারতের হাতে ১৪,০০০ ব্রহ্মস সার্ভিসে থাকাটা যুক্তি সম্মত নয়। প্রতিটি মিসাইলের ই একটা জীবন সীমা রয়েছে। সেই প্রতিটি মিসাইলকে কঠিন দেখাশোনার মধ্যে রাখতে হয়। সেই হিসাবে ভারতের হাতে ১৪,০০০ ব্রহ্মস থাকার কোন যুক্তি নেই,আর এত বিশাল সংখ্যক ব্রহ্মস সার্ভিসে রাখার প্রয়োজন ও নেই সেনাবাহিনীতে। ব্রহ্মস মূলত হাই ভ্যালু টার্গেট এর ওপর ব্যবহার করার জন্য তৈরী করা হয়েছে।অঞ্চল ভিক্তিক আক্রমণের জন্য ব্রহ্মসের থেকে অনেক সস্তা অপশন ভারতের কাছে রয়েছে,আর সেটি হল পৃথ্বী মিসাইল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *