পাকিস্তানের গৃহযুদ্ধ বিরাট আকার ধারন করেছে
নিউজ ডেস্কঃ পাকিস্তানের গৃহযুদ্ধ বিরাটভাবে আকার নিয়েছে। ইতিমধ্যে একাধিকবার পাক নিরাপত্তাবাহিনীর সাথে কয়েকবার সাধারন নাগরিকদের খণ্ড যুদ্ধ হয়েছে ।
বিশেষ করে পাকিস্তানের তেহরিক-ই-লাবাইক পাকিস্তান (টিএলপি) সমর্থকদের সাথে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর সংঘর্ষের কারণে পাকিস্তানে হিংসা ছড়িয়েছে।
ফ্রান্স বিরোধী বিক্ষোভের ফলে পাকিস্তানের বিরাট অংশকে অবরুদ্ধ করে দিয়েছে। তেহরিক-ই-লাবাইক পাকিস্তান (টিএলপি) সমর্থকরা পাকিস্তানি সুরক্ষা বাহিনীর সাথে একাধিক স্থানে সংঘর্ষে লিপ্ত হয়েছে।
উগ্রপন্থী ইসলামপন্থী দলের প্রতিবাদকারীদের উপর গুলি, টিয়ার গ্যাসের গোলা নিক্ষেপ করেছে বাহিনী। টিএলপি প্রধান সাদ হুসাইন রিজভিকে 12 এপ্রিল গ্রেপ্তার করাতেই পরিস্থিতি অস্থিতিশীল হয়ে ওঠে।
আর এই সংঘর্ষের ফলে ইতিমধ্যে ২০ জনেরও বেশি টিএলপি কর্মী এবং কমপক্ষে চারজন পাকিস্তানি পুলিশ মারা গেছে। বুধবার পাকিস্তান সন্ত্রাসবিরোধী আইনে টিএলপিকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে।
উল্লেখ্য কার্টুন প্রকাশের বিষয়ে ফরাসি রাষ্ট্রদূতকে বহিষ্কারের জন্য টিএলপি 20 এপ্রিল পর্যন্ত সময়সীমা দিয়েছে।