৪০০০কিমি পাল্লার বিধ্বংসী মিসাইল আসতে চলেছে সেনাবাহিনীর হাতে
নিউজ ডেস্কঃ ভারতের হাতে বেশ কিছু ব্যালিস্টিক মিসাইল আছে। বিশেষ করে দেশীয় মিসাইল গুলি যে বিধ্বংসী এবং ভয়ংকর তা একাধিকবার প্রমান হয়েছে।
অগ্নি ৪ ভারতের সব থেকে আধুনিক ব্যলিস্টিক মিসাইল। এটিকে অগ্নি-২২প্রাইম হিসাবেও ডাকা হয়। অগ্নি-৪ ৪০০০কিমি পাল্লার মিসাইল যা অগ্নি-৫ ৫০০০-৮০০০কিমি হলেও ফ্লাইট অলিটিটিউডের দিকে অগ্নি-৪ অগ্নি-৫ এর তুলনায় বেশি। ফলে একে খুব কঠিন শনাক্ত করা।
অগ্নি-৫ এর ফ্লাইট অলটিটিউড যেখানে ৮০০কিমি সেখানে অগ্নি-৪ ৯০০কিমি। রিএন্ট্রির সময় অগ্নি-৪ ৩৫০০ডিগ্রি সেন্টিগ্রেট তাপমাত্রা সহ্য করেছিল। কম্পোজাইটের হিট শিল্ডের সব থেকে ভালো ব্যবহার এতে হয়েছিল। শুধু তাই নয় এর অনবোর্ড কম্পিউটার অগ্নি-৫ এর সমান শক্তিশালী।