ডিফেন্স

চুক্তি বাতিল করার পর আবার চুক্তি হতে চলেছে সৌদি আরবের সাথে আমেরিকার

নিউজ ডেস্কঃ বাইডেন প্রশাসন আসার পর একাধিক সিদ্ধান্ত কড়া হাতে নেয়। কারন আগের ট্র্যাম্প প্রশাসনের সাথে তাদের অনেক অমিল থাকার কারনে। আর সেই কারনে বেশ কিছু দেশের সাথে ইতিমধ্যে তাদের সম্পর্ক খারাপ হতেও শুরু করেছে। তবে কিছু সিদ্ধান্ত ইতিমধ্যে তারা আবার পরিবর্তন করেছে।

কিছুমাস আগে বাইডেন প্রশাসন ক্ষমতায় এসে এফ ৩৫ এর চুক্তি বাতিল করে দেয়। তবে সেই সিদ্ধনাত যা তাদের ঠিক ছিলনা তা হয়ত তারা বুঝতে পারে, আর সেই কারনে তা পরিবর্তন করার সিদ্ধান্ত নেয়। আমেরিকা এবং সংযুক্ত আরব আমিরশাহীর মধ্যে $২৩বিলিয়নের সামরিক চুক্তি হতে চলেছে। এই চুক্তিতে আমেরিকা ৫০টি এফ-৩৫ ($১০.৪বিলিয়ন), ১৮টি রিপার কম্ব্যট ড্রোন ($২.৯৭বিলিয়ন) এবং $১০বিলিয়ন মূল্যের অজানা সংখ্যক এয়ার টু এয়ার মিসাইল ও ১৪,০০০ এয়ার টু গ্রাউন্ড মিউনিশান বিক্রয় করবে। আগের মার্কিন সেনেটে ভোটাভুটিতে এই চুক্তি আটকে গেছিল। বাইডেন প্রশাসন আবার চুক্তিটি শুরু করতে চাইছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *