আমেরিকার রাষ্ট্রপতির জন্য বিমানের গতি এবং বাজেট দুই-ই বাড়ানো হল
নিউজ ডেস্কঃ আমেরিকা তাদের প্রেসিডেন্টের সিকিউরিটির জন্য বিরাট অর্থ খরচ করে তা আর নতুন করে কিছু বলার নেই। এবার তারা আমেরিকার প্রেসিডেন্টের বিমান পরিবর্তনের কাজ শুরু করল। তবে এবার বিরাট অর্থ খরচের পাশাপাশি বিমানের গতিও বাড়াতে চলেছে।
এবার তারা তাদের এই বিমান বোয়িং এর কোন সাধারন এয়ারক্রাফট না বরং সুপারসনিক(শব্দের থেকে গতি বেশি) এয়ারক্রাফট দিয়ে নতুন এয়ারফোর্স ওয়ান তৈরি করার কথা চিন্তা করেছে।
আমেরিকার এক্সোসনিক অ্যাভিয়েশন কোম্পানি আমেরিকার বায়ুসেনার প্রেসিডেন্সিয়াল এবং এক্সিকিউটিভ এয়ারলিফ্ট এর সাথে চুক্তিবদ্ধ হয়েছে ইতিমধ্যে। আমেরিকার রাষ্ট্রপতির জন্য সুপারসনিক বিমান তৈরি জন্যই তারা চুক্তিবদ্ধ হয়েছে। ইতিমধ্যে তারা ম্যাক ১.৮ গতিতে একটি বিমানের পরীক্ষা ও সম্পন্ন করেছে। তবে নতুন এয়ারফোর্স ওয়ানের বিমানের গতি হবে ২২০০ কিমি প্রতি ঘন্টা। ২০৩২ এ এটি সার্ভিসে আসতে চলেছে।