ডিফেন্স

জাপানের থেকে যুদ্ধজাহাজ ক্রয় করার আরও এক দেশ। কতোটা বিধ্বংসী এই যুদ্ধজাহাজ?

নিউজ ডেস্কঃ ব্যাটেল ট্যাঙ্ক থেকে শুরু করে যুদ্ধজাহাজ তৈরির ক্ষেত্রে জাপান যে পৃথিবীর বাকি দেশ গুলির থেকে সম্পূর্ণ আলাদা তা ইতিমধ্যে প্রকাশ পেয়েছে। আর সেই কারনে জাপানের থেকে ডেস্ট্রয়ার বা ফ্রিগেটের মতো যুদ্ধজাহাজ ক্রয় করতে চায় পৃথিবীর বহু দেশই।

ইন্দোনেশিয়া তাদের নৌবাহিনীর জন্য ফ্রিগেট ক্রয় করতে চায়। জাপান তাদেরকে মেগামি ক্লাস ফ্রিগেট অফার করেছে সেই জন্য। জাপানের এই বিশেষ ফ্রিগেটকে আমেরিকার পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান এফ ২২ র‍্যাপ্টরের সাথে তুলনা করা হয়। ৫৫০০ টনের এই যুদ্ধজাহাজটির রয়েছে অত্যাধুনিক স্টেলথ ক্ষমতা। যুদ্ধজাহাজটিতে রয়েছে ১৬টি টাইপ-১৭ এ্যন্টি শিপ মিসাইল (৪০০কিমি রেঞ্জ) আর ১৬টি টাইপ-৩ এয়ার ডিফেন্স মিসাইল (৫০কিমি)। পাশাপাশি এই যুদ্ধজাহাজটি তে রয়েছে এসা এবং পেসা রেডারের সাথে ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম।

ইলেকট্রনিক ওয়ারফেয়ার, ডিজাইন, স্টেলথ এবং যুদ্ধাস্ত্রের দিক থেকে বিচার করতে গেলে এই যুদ্ধজাহাজকে পৃথিবীর অন্যতম সেরা যুদ্ধজাহাজ বলা হয়ে থাকে জাপানের এই যুদ্ধজাহাজকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *