বেশি রেঞ্জের ব্রহ্মস মিসাইল মোতায়েন রয়েছে লাদাখে
নিউজ ডেস্কঃ লাদাখ সীমান্তে কোনোরকম সিদ্ধান্ত নিতে ভারতীয় সেনা যে পিছুপা হবেনা তা বলাই বাহুল্য। আর তা ইতিমধে চীনকে বুঝিয়ে দেওয়া হয়েছে। ইতিমধ্যে লাদাখ সীমান্তে একাধিক ভারী অস্ত্র থেকে শুরু করে যুদ্ধবিমান মোতায়েন কড়া হয়েছে।
লংরেঞ্জ সাব-সনিক ক্রুজ মিসাইল নির্ভয়ের পর এবার লাদাখে সুপার-সনিক এয়ার লঞ্চড ব্রহ্মস মিসাইল মোতায়েন করল ভারতীয় বায়ুসেনা। এক সংবাদ সংস্থার মতে ভারতীয় বায়ুসেনা তাদের SU-30MKI এর সাথে ‘যথেষ্ট পরিমাণে’ ৫০০ কিলোমিটার রেঞ্জের ব্রহ্মস-এ মিসাইল লাদাখে মোতায়েন করেছে।