বৃদ্ধি পাচ্ছে ভারতের বায়ুসেনার পাইলটের সংখ্যা
নিউজ ডেস্কঃ ভারতের বায়ুসেনা থেকে শুরু করে নৌসেনা পৃথিবীর অন্যতম সেরা তা ইতিমধ্যে একাধিক রিপোর্টে প্রকাশ পেয়েছে। এবং ভারতবর্ষের সেনাদের কীর্তিকলাপ একাধিক সামনেও এসেছে। ভারতের্ব সেনাকে পৃথিবীর সবথেকে প্রফেশনাল সেনাও বলা হয়ে থাকে। একাধিক যুদ্ধ জয়ের পাশাপাশি প্রচুর সময় নিজেদের বুদ্ধিমত্তার পরিচয় ও দিয়েছে তারা। তবে আসতে আসতে ভারতবর্ষের বায়ুসেনার পরিমান বা সেনা সংখ্যা বাড়ছে। আর তার প্রধান কারন হল বায়ুসেনার যুদ্ধবিমান থেকে শুরু করে হেলিকপ্টারের সংখ্যা বিরাট পরিমানে বাড়ছে, এবং ভবিষ্যতে আরও বাড়তে চলেছে।
২০০৫ সালের এর তুলনায় বর্তমানে ভারতবর্ষের পাইলটের সংখ্যা ৩১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০০৫ সালে ভারতীয় বিমান বাহিনীতে পাইলটের সংখ্যা যেখানে ছিল ২৯২২, ভারতীয় বিমান বাহিনীতে বর্তমানে পাইলটের সংখ্যা অর্থাৎ ২০২১ এ বেড়ে হয়েছে ৩৮৩৪। অর্থাৎ বুঝতেই পারছেন আসতে আসতে ভারতের বায়ুসেনা কতোটা বড় হতে চলেছে।