ডিফেন্স

একাই সারা পৃথিবীর সাথে লড়ার ক্ষমতা রাখে আমেরিকা। দ্বিতীয় বিশ্ব যুদ্ধের সময় কেন এমন বলা হয়েছিল জানেন?

নিউজ ডেস্কঃ চীনের বিরুদ্ধে আক্রমণ শানাতে আমেরিকার যুদ্ধজাহাজ গুলি যে কোনও সময় যে ভয়ংকর রুপ ধারন করতে পারে তা একাধিকবার প্রমান পাওয়া গেছে। দক্ষিণ চীন সাগরে গড়ে ওঠে সামরিক কার্যকলাপের জন্য আমেরিকার যুদ্ধজাহাজ গুলির ভূমিকা প্রশংসনীয়। তবে সম্প্রতি যে আমেরিকার যুদ্ধজাহাজ গুলির ক্ষমতা বেড়েছে তা ঠিক নয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থেকেই একের পর এক যুদ্ধজাহাজ বানিয়েছে যেমন ইউ এস এন্টারপ্রাইজের মতো।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগেও আমেরিকার নৌবহর যথেষ্ট ঈর্ষণীয় ছিল। লাইফ ম্যাগাজিনে ১৯৩৯ সালের ২৭ শে ফেব্রুয়ারিতে সম্পূর্ণ আমেরিকান নৌবাহিনীর যুদ্ধ জাহাজ গুলিকে একত্রিত অবস্থার একটি ছবিটি ছাপা হয়।

সেই ছবিতে আমেরিকার নৌবহরের যে চিত্রটি উঠে আসে,তা হল নিম্নরূপ :–

৫ টি যুদ্ধজাহাজ
১৫ টি ব্যাটেল শীপ
১৮ টি হেভী ক্রুজার
১৭ টি লাইট ক্রুজার
৩২ টি লার্জ ডেসট্রয়ার
১৯২ টি ডেসট্রয়ার
৮৪ টি সাবমেরিন

অর্থাৎ বুঝতেই পারছেন, যে একদিনে কেউ পরাশক্তি হতে পারে না। পৃথিবীর বুকে নিজের ছাপ রাখার জন্য দীর্ঘদিনের পরিকল্পনার প্রয়োজনীয়তা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *