অত্যাধুনিক দেশীয় প্রযুক্তির রেডার পেতে চলেছে তেজাস
নিউজ ডেস্কঃ ভারতের থাকা দেশীয় প্রযুক্তির যুদ্ধবিমান তেজাস। যুদ্ধবিমানের ভারতের মাটিতে তৈরি হলেও সম্পূর্ণ জিনিস ভারতের নয়, অর্থাৎ তেজাসে মোতায়েন সমস্ত টেকনোলোজি ভারতীয় নয়। বিদেশ থেকে প্রচুর জিনিস ক্রয় করে এই যুদ্ধবিমানে মোতায়েন আছে। তবে আসতে আসতে তেজাসকে সম্পূর্ণ ভারতীয় প্রযুক্তিতে তৈরি করার চেষ্টা করা হচ্ছে। আর সেই কারনে প্রচুর অত্যাধুনিক টেকনোলোজি দেশের মাটিতেই তৈরি হচ্ছে।
৫১শতাংশ তেজস মার্ক-১ ও ১এ যুদ্ধবিমানে থাকবে উত্তম এসা রেডার! ভারতীয় বিমানবাহিনীর জন্য অর্ডার করা ৪০+৮৩=১২৩টি তেজসের মধ্যে ৫১শতাংশ উত্তম রেডার দ্বারা সজ্জিত করা হবে বলে সূত্রের খবর। ২১তম মার্ক-১এ থেকে এই উত্তম এসা রেডার মোতায়েন শুরু হতে চলেছে।
অর্থাৎ প্রথম ২০টি তেজাস যুদ্ধবিমানে থাকতে চলেছে ইসরায়েলের এল্টা-২০৫২ এসা রেডার। সংখ্যার হিসাবে ৪০টি মার্ক ১ পাবে এল্টা ২০৩২ পেসা রেডার, প্রথম ২০টি মার্ক-১এ পাবে এল্টা-২০৫২ এসা রেডার এবং বাকি ৬৩টি যুদ্ধবিমান পাবে উত্তর এসা রেডার। এর ফলে এই যুদ্ধবিমানে দেশীয় জিনিসের পরিমান ৬২শতাংশ থেকে বেড়ে ৬৫শতাংশে হতে চলেছে।