অফবিট

হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে পশ্চিম মেদিনীপুর। এক ঝলকে দেখেনিন প্রধান তিন দলের হেভিওয়েট প্রার্থী তালিকা এই জেলার

নিউজ ডেস্কঃ ২০২১ সালের বিধানসভার ভোটের পশ্চিম মেদিনীপুর জেলার প্রার্থী তালিকা ইতিমধ্যে প্রকাশ করে দিয়েছে বিভিন্ন দল।তাহলে এক নজরে দেখে নিন কোন দলের প্রার্থী কোথা থেকে দাঁড়িয়েছে।

তৃণমূলের পক্ষ থেকে দাঁড়িয়েছে দাঁতন থেকে বিক্রম চন্দ্র প্রধান, কেশিয়ারি থেকে পরেশ মুর্মু, খড়গপুর সদর থেকে প্রদীপ সরকার, নারায়ণগড় থেকে সূর্যকান্ত আট্টা, সবং থেকে মানস রঞ্জন ভুঁইয়া, পিংলা থেকে অজিত মাইতি, খড়গপুর থেকে দীনেন রায়, ডেবরা থেকে হুমায়ুন কবীর ( প্রাক্তন আইপিএস), দাসপুর থেকে মমতা ভুঁইয়া, ঘাটাল থেকে শঙ্কর দোলাই, চন্দ্রকোনা থেকে অরূপ ধারা, গড়বেতা থেকে উত্তরা সিংহ (হাজরা), শালবনী থেকে শ্রীকান্ত মাহাত, কেশপুর থেকে শিউলি সাহা, মেদিনীপুর থেকে জুন মালিয়া (অভিনেত্রী) ইত্যাদি প্রার্থী।

বিজেপির পক্ষ থেকে দাঁড়িয়েছে নারায়ণগড়  থেকে রামপ্রসাদ গিরি, নয়াগ্রাম থেকে বাকল মুর্মু, গোপীবল্লভপুর থেকে সঞ্জিৎ মাহাতো, ঝাড়গ্রাম থেকে সুখময় শতপথী, কেশায়িড় থেকে সোনালি মুর্মু, খড়গপুর থেকে তপন ভুঁইয়া, গড়বেতা থেকে মদন রুইদাস, শালবনি থেকে রাজীব কুণ্ডু, মেদিনীপুর থেকে শমিত দাস, বলরামপুর থেকে বানেশ্বর মাহাতো, দাঁতন থেকে শক্তিপদ নায়েক, কেশিয়াড়ি থেকে সোনালি মুর্মু, খড়গপুর থেকে তপন ভুঁইয়া, গড়বেতা থেকে মদন রুইদাস ইত্যাদি প্রার্থীরা।

বামফ্রন্টের পক্ষ থেকে দাঁড়িয়েছে দাঁতন থেকে শিশির পাত্র(সি পি আই), কেশিয়ারি থেকে পুলিনবিহারী বাস্কে(সি পি এম),মেদিনীপুর থেকে তরুন কুমার ঘোষ(সি পি আই), ঘাটাল থেকে কমল দুলই(সি পি এম),শালবনী থেকে সুশান্ত ঘোষ(সি পি এম), এবং কেশপুর থেকে রামেশ্বর দুলই(সি পি এম) ইত্যাদি প্রার্থীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *