হাই ভোল্টেজ পূর্ব মেদিনীপুর। মমতা বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারী বাদে আর কারা রয়েছে এই জেলায়? দেখেনিন এক ঝলকে
নিউজ ডেস্কঃ ২০২১ সালের বিধানসভার ভোটের পূর্ব মেদিনীপুর জেলার প্রার্থী তালিকা ইতিমধ্যে প্রকাশ করে দিয়েছে বিভিন্ন দল।তাহলে এক নজরে দেখে নিন কোন দলের প্রার্থী কোথা থেকে দাঁড়িয়েছে।
পূর্ব মেদিনিপুরে তৃণমূলের পক্ষে থেকে দাঁড়িয়েছে পূর্ব পাঁশকুড়া থেকে বিপ্লব রায় চৌধুরী, পশ্চিম পাঁশকুড়া থেকে ফিরোজা বিবি, ময়না থেকে ডাঃ সংগ্রাম দলাই, তমলুক থেকে সৌমেন মহাপাত্র, হলদিয়া থেকে স্বপন নস্কর, মহিষাদল থেকে তিলক চক্রবর্তী, নন্দীগ্রাম থেকে মমতা ব্যানার্জী, নন্দকুমার থেকে সুকুমার দে, চণ্ডীপুর থেকে সোহম চক্রবর্তী, ভগবানপুর থেকে অর্ধেন্দু মাইতি, পটাশপুর থেকে উত্তম বারিক, এগরা থেকে তরুণ মাইতি, খেজুরী থেকে ডাঃ পার্থ প্রতিম দাস, উত্তর কাঁথি থেকে তরুন জানা, দক্ষিণ কাঁথি থেকে অধ্যাপক জ্যোতির্ময় কর, রামনগর থেকে অখিল গিরি
বিজেপির পক্ষ থেকে দাঁড়িয়েছে তমলুক থেকে হরেকৃষ্ণ বেরা, পাশকুড়া পূর্ব থেকে দেবব্রত পট্টোনায়েক, পাঁশকুড়া পশ্চিম থেকে সিন্টু সেনাপতি, ময়না থেকে অশোক দিন্ডা, নন্দকুমার থেকে নীলাঞ্জন অধিকারী, মহিষাদল থেকে বিশ্বনাথ বন্দ্যোপাধ্যায়, হলদিয়া থেকে তাপসী মণ্ডল, নন্দীগ্রাম থেকে শুভেন্দু অধিকারী, চণ্ডীপুর থেকে পুলককান্তি গুড়িয়া,পটাশপুর থেকে অম্বুজাক্ষ মহান্তি, কাঁথি উত্তর থেকে সুনীতা সিংহ, ভগবানপুর থেকে রবীন্দ্রনাথ মাইতি, খেজুরি থেকে শান্তনু প্রামাণিক, কাঁথি দক্ষিণ থেকে অরূপকুমার দাস,রামনগর থেকে স্বদেশরঞ্জন নায়েক, এগরা থেকে অরূপ দাস।
বামফ্রন্টের পক্ষ থেকে দাঁড়িয়েছে তমলুক থেকে গৌতম পান্ডা(সি পি এম), পাঁশকুড়া পূর্ব থেকে শেখ ইব্রাহিম আলি(সি পি এম), নন্দকুমার থেকে করুণাশঙ্কর ভৌমিক(সি পি এম), হলদিয়া থেকে মনিকা কর পাইক (সি পি এম), চণ্ডীপুর থেকে আশিস গুছাইত(সি পি এম),পটাশপুর থেকে সৈকত গিরি(সি পি আই), খেজুরি থেকে হিমাংশু দাস(সি পি এম), কাঁথি দক্ষিণ থেকে অনুরূপ পাণ্ডা(সি পি আই),রামনগর থেকে সব্যসাচী জানা(সি পি এম) ইত্যাদি প্রার্থী।