দক্ষিন ২৪ পরগনায় বিজেপির হেভিওয়েট প্রার্থী কারা?
নিউজ ডেস্কঃ ২০২১ সালে বিধানসভা ভোটের প্রার্থী তালিকা ইতিমধ্যে তৃণমূল প্রকাশিত করে দিয়েছে। তৃণমূল কংগ্রেসের ২০১৬ সালের বিধানসভার ভোটে জেলাভিত্তিক ফলাফল দেখা হয় তাহলে দক্ষিন ২৪ পরগনাতে ৩১টি আসনের মধ্যে তৃণমূল ২৯ টি আসন পেয়েছিল এবং বামফ্রন্ট ২ টি আসন পেয়েছিল। ওই বছর দক্ষিন ২৪ পরগনায় তৃণমূলের পক্ষ থেকে গোসাবা থেকে দাঁড়িয়েছিলেন জয়ন্ত নস্কর, বাসন্তিতে গোবিন্দ্রচন্দ্র নস্কর, রায়দিঘিতে দেবশ্রি রায়, কসবা জাভেদ খান, টালিগঞ্জে অরুপ বিশ্বাস, বেহালা পূর্ব থেকে শোভন চট্টোপাধ্যায়, বেহালা পশ্চিম থেকে পার্থ চট্টোপাধ্যায়, ইত্যাদি প্রার্থীরা দাঁড়িয়েছিলেন। তবে দক্ষিণ চব্বিশ পরগনাতে বিরাট পরিবর্তন হয়েছে তৃণমূলের প্রার্থী। একাধিক তারকা প্রার্থী দাঁড়িয়েছে সেখান থেকে। পাশাপাশি দক্ষিণ চব্বিশ পরগনাতে এবার প্রভাব বেড়েছে বিজেপির।
তৃনমূলের পক্ষে থেকে গোসাবা থেকে দাঁড়িয়েছেন জয়ন্ত নস্কর, বাসন্তিতে শ্যামল মণ্ডল, রায়দিঘিতে অলোক জালদাতা, কসবা জাভেদ খান, যাদবপুর থেকে মলয় মজুমদার, টালিগঞ্জে অরুপ বিশ্বাস, বেহালা পূর্ব থেকে রত্না চট্টোপাধ্যায়, বেহালা পশ্চিম থেকে পার্থ চট্টোপাধ্যায়,ইত্যাদি প্রার্থীরা দাঁড়িয়েছেন। বিজেপির পক্ষ থেকে গোসাবা থেকে দাঁড়িয়েছেন চিত্ত প্রামাণিক, পাথরপ্রথিমা থেকে অসিত হালদার, কাকদ্বীপ থেকে দীপঙ্কর জানা এবং সাগর থেকে বিকাশ কামিলার মতো প্রার্থী দাঁড়িয়েছেন এই জেলা থেকে।