অফবিট

তৃণমূল তাদের প্রথম বিধানসভায় কত সিট পেয়েছিল জানেন?

নিউজ ডেস্কঃ ২৩ বছর পর বাংলার মুখ্যমন্ত্রী হিসাবে নতুন মুখ দেখা যায় ২০০১ সালে। বাংলার মুখ্যমন্ত্রী হন বুদ্ধদেব ভট্টাচার্য। ২৩ বছর মুখ্যমন্ত্রী পদ সামলানোর পর নিজের সিট থেকে সরে যান জ্যোতি বসু। এই ভোটেই প্রথমবার বিধানসভায় নির্বাচন লড়ে তৃণমূল। কংগ্রেস ভেঙ্গে নতুন দল গঠন করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়।

২০০১ সালের ভোটে বামফ্রন্ট ক্ষমতায় থাকলেও তাদের আসন সংখ্যা কমে গিয়েছিল এই বছর। তৃণমূল কংগ্রেস তৈরি করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তাতে খুব একটা পরিবর্তন আনতে পারেনি এই দল বামফ্রন্টের আসন কমে গেলেও ক্ষমতা তাদের হাতেই ছিল বিধানসভার মোট আসনের মধ্যে ১৯৯ আসন পেয়ে জয়লাভ করেছিল বামফ্রন্ট। আর মোট আসনের মধ্যে তৃণমূল পেয়েছিল ৬০ টি এবং কংগ্রেস পেয়েছিল ২৬ টি আসন। অটল বিহারি বাজপেয়ি সরকার থাকলেও বিজেপি কোন আসন জিততে পারেনি। ফের আরও একবার অর্থাৎ ২০০১ সালে ও বামফ্রন্ট জিতেছিল কিন্তু ওই বছর মুখ্যমন্ত্রী পদে বুদ্ধদেব ভট্টাচার্য ছিলেন। জ্যোতি বসু মুখ্যমন্ত্রী পদে দীর্ঘ ২৩ বছর পর মুখ্যমন্ত্রীর চেয়ারে বুদ্ধদেব ভট্টাচার্যকে বসান। ২০০১ সালে মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *