পশ্চিমবঙ্গের প্রথম নির্বাচনে কত শতাংশ ভোট পেয়ে মুখ্যমন্ত্রী নির্বাচিত হন বিধান চন্দ্র রায়?
নিউজ ডেস্কঃ সামনে বিধানসভার ভোট এই ভোটে কোন পার্টি আসতে চলেছে সেটা এই মুহূর্তে দাঁড়িয়ে কেউ বলতে পারেনা হ্যাঁ জনমত সমীক্ষা দাঁড়া একটি ধারণা পাওয়া যায় ঠিকই কিন্তু সেটা কতটা কার্যকর হবে সেটা বলা যায় না। তাই সামনের বিধানসভায় কোন দল জয়ী হতে পারে সেটা বলা মুশকিল। আমরা যদি প্রথম থেকে দেখি অর্থাৎ ১৯৫২ সাল থেকে দেখি তাহলে আপনারা বুঝতে পারবেন কিভাবে দল পরিবর্তন হয়েছে।
পশ্চিমবঙ্গে বিধানসভার ভোট প্রথমবার আয়োজন করা হয়েছিল ১৯৫২ সালে। সেই সময় মোট আসন ছিল ২৩৮। এর মধ্যে কংগ্রেস ১৫০ টি আসন পেয়েছিল এবং বামফ্রন্ট ৩৯ টি আসন পেয়েছিল। ১৯৫২ সালে কংগ্রেস প্রার্থী ছিলেন বিধানচন্দ্র রায় এবং বামফ্রন্টের প্রার্থী ছিলেন জ্যোতি বসু। বেশি সংখ্যক আসন লাভ করে জয়ী হন বিধানচন্দ্র রায়। মুখ্যমন্ত্রী হিসাবে নির্বাচিত হয়েছিলেন, তিনি ছিলেন পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী।
মোট ভোটের প্রায় ৩৯ শতাংশ ভোট পেয়েছিল কংগ্রেস। মাত্র ১০ শতাংশ ভোট পায় সিপিএম।