ডিফেন্স

ভারতীয় সেনাবাহিনীকে বিধ্বংসী বন্দুক ডেলিভারি দিল ইসরায়েল

নিউজ ডেস্কঃ ইসরায়েলের সাথে ভারতের সম্পর্ক বহু পুরনো। ইসরায়েলের থেকে বহু টেকনোলোজি ইতিমধ্যে ক্রয় করেছে ভারতের সেনাবাহিনী। বিশেষ করে যুদ্ধবিমান থেকে শুরু করে সাবমেরিন এবং হেলিকপ্টারে ইসরায়েলের টেকনোলোজি রয়েছে। ইসরায়েলের সাথে বহু টাকার সামরিক চুক্তিও হয়েছে ভারতীয় সেনার। কিছু মাসের মধ্যে প্রচুর পরিমাণে যুদ্ধাস্ত্র আসবে সেনাবাহিনীর হাতে।

ইসরায়েল সামরিক সংস্থা ভারতীয় সেনাকে ৬০০০ Negev NG-7 লাইট মেশিনগান সাপ্লাই দিয়েছে ইতিমধ্যে। আগামী মার্চের মধ্যে আরও ১০০০০ আসতে চলেছে। প্রথম ব্যাচের এই অস্ত্র গুলি সেনার নর্দান কম্যান্ড কে সাপ্লাই দেওয়া হবে।

২০২০ সালের মার্চ এ ইসরায়েলের সাথে ৮৮০ কোটি টাকার বিনিময়ে ১৬৪৭৯ টি লাইট মেশিনগানের চুক্তি হয়েছিল সেনাবাহিনীর। ৭.৬২×৫১ মি মি এই মেশিনগান বিশ্বের বহু দেশ ব্যবহার করছে। অ্যাসল্ট রাইফেলের পাশাপাশি ভারতীয় সেনার জন্য ৪০০০০ লাইট মেশিনগানের দরকার, যার প্রাথমিকভাবে ১৬৪৭৯ টি ক্রয় করা হল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *