চীনের লোণ ট্র্যাপ থেকে সরে আসল আরও এক দেশ
নিউজ ডেস্কঃ পৃথিবীর ছোট ছোট দেশ গুলিকে এখন টার্গেট করছে চীন। এই দেশ গুলিকে কমদামে যুদ্ধাস্ত্র দেওয়া থেকে শুরু করে লোণ দিচ্ছে। আসলে তারা যে যুদ্ধাস্ত্র গুলি যে দেয় তার কোয়ালিটি কেমন সেই নিয়ে যথেষ্ট প্রশ্ন তো রয়েছেই, অপরদিকে তাদের লোণ ট্র্যাপ। অর্থাৎ ছোট ছোট এবং পিছিয়ে পরা দেশ গুলিকে তারা বেশি সুদে লোণ দিচ্ছে। ফলে দেশ গুলির সাথে হয়ত সম্পর্ক ভালো হচ্ছে কিছু সময়ের জন্য তবে কিছুদিনের মধ্যেই চীনের ট্র্যাপ কিছুটা হলেও তারা বুঝতে সক্ষম হচ্ছে। তবে তদের এই ট্র্যাপ থেকে এবার আসতে আসতে দেশ গুলি নিজেদেরকে বার করে আনছে।
মালদ্বীপ,থাইল্যান্ড এর পর এবার ফিলিপিন্স এর কাছ থেকেও ধাক্কা খেল চীন। চীনের লোন ট্যাপ থেকে বাঁচতে চীনের সাথে ১০ বিলিয়ন ডলারের এয়ারপোর্ট ডেভেলপমেন্ট চুক্তি বাতিল করল দেশটি।
পাশাপাশি এই দেশ গুলির সাথে সুসম্পর্ক গড়ে উঠছে ভারতের।