রাশিয়া মায়ানমারের সামরিক চুক্তি
নিউজ ডেস্কঃ কিছুদিন আগেই মায়ানমারের যুদ্ধকালীন পরিস্থিতি শুরু হয়েছে। আর তার প্রধান কারন হল এই যে তাদের সেনাবাহিনীর হাত থেকে ক্ষমতা চলে যাওয়া, আর সেই কারনে তাদের সেনাবাহিনী দাবি করেছে যে তাদের নির্বাচনের সময় সু চি র দল নাকি প্রচুর পরিমাণে কারছুপি করেছে। আর সেই কারনে দেশটির ক্ষমতা আবার সেনাবাহিনী নিজেদের হাতে নিয়েছে। তবে দেশটির সাথে ভারত এবং রাশিয়ার সম্পর্ক বেশ ভালো। তারা এই দুটি দেশেরই থেকে যুদ্ধাস্ত্র ক্রয় করেছে।
সম্প্রতি রাশিয়া এবং মায়ানমারের মধ্যে একটি সামরিক চুক্তি হয়েছে। চুক্তি অনুসারে মায়ানমার রাশিয়া থেকে Pantsir-1S এয়ার ডিফেন্স সিস্টেম এবং Orlan-10E UAV ক্রয় করতে চলেছে। তবে রাশিয়ার এই এয়ার ডিফেন্স সিস্টেম নিয়ে বেশ কিছু প্রশ্ন রয়েছে সামরিক বিশেষজ্ঞদের। কারন এর ক্ষমতা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে।