ভারতবর্ষকে স্পেশাল যুদ্ধবিমান দিতে প্রস্তুত আমেরিকা
নিউজ ডেস্কঃ ভারতীয় সেনাবাহিনীকে যুদ্ধবিমান বিক্রয় করার জন্য জোর কদমে প্রস্তুতি সারছে আমেরিকা। তাদের যুদ্ধবিমান গুলিকে আরও আপগ্রেড করার চিন্তাও করেছে তারা। আর সেই কারনে ইঞ্জিন গুলির ক্ষমতা আরও বৃদ্ধি করা হতে পারে। বিশেষ করে ভারতের যুদ্ধজাহাজে যাতে আমেরিকার বিধ্বংসী যুদ্ধবিমান থাকে তারই চিন্তাভাবনা করা হচ্ছে। আর সেই কারনে তাদের এফ ১৮ ব্লককে আরও বেশি আপগ্রেডেশান করার চিন্তা করছে।
আমেরিকার জেনারেল ইলেকট্রিক ভারতের TEDBF পোগ্রামের জন্য F-414 ইঞ্জিনের একটি আপগ্রেডেড ভার্সন অফার করেছে। এই নতুন F-414-GE-400 আরো ৩৫% বেশী থ্রাস্ট উৎপন্ন করতে পারে।
বর্তমান F-414 এর থ্রাস্ট ৯৮KN, যেখানে এই নতুন ভার্সনের থ্রাস্ট ১১৬ KN। আমেরিকান নেভি তাদের আপকামিং F-18 ব্লক ৩ এর জন্য এই ইঞ্জিন সিলেক্ট করেছে যা ২০২৪ থেকে ডেলিভারি করা হবে।