চীন ও পাকিস্তানের বিরুদ্ধে অর্থাৎ দুই ফ্রন্টে লড়তে সবথেকে বেশি সংখ্যক রাফালে রাখা হবে দেশের এই স্থানে
নিউজ ডেস্কঃ ভারতের হাতে রাফালে আসার পর যে চীন এবং পাকিস্তানের টনক নড়েছে তা বলাই বাহুল্য। বিশেষ করে চীন এবং পাকিস্তানের বিরুদ্ধে সজাগ থাকার জন্য সেনাবাহিনী চাইছে এই দুই দেশের সীমান্ত ঘেঁষে রাফালেকে মোতায়েন করতে।
৩মাস পর ভারতের আম্বালা এয়ারফোর্স স্টেশানে প্রথম রাফাল স্কোয়ার্ডানের সংখ্যা পূর্ণ হবে। ১৮টি রাফালের সাথে ভারতের কাশ্মীর সংলগ্ন অঞ্চল যেখানে চীন ও পাকিস্তান দুই ফ্রন্টে যুদ্ধের সম্ভাবনা সেখানে পৃথিবীর অন্যতম শক্তিশালী ফাইটার স্কোয়ার্ডন এ্যক্টিভ থাকবে বলে মত একাধিক সূত্রের। ইতিমধ্যে সেনাবাহিনীর হাতে ১১ টি রাফালে এসে পৌঁছেছে।