ডিফেন্স

রাফালে নাকি দেশীয় প্রযুক্তি তেজাস? ব্যাটেল ফিল্ডে এগিয়ে থাকবে কে?

নিউজ ডেস্কঃ ভারত ফ্রান্সের ড্যাজাল্ট অ্যাভিয়েশনের কাছ থেকে ‘রাফায়েল’ যুদ্ধবিমান ক্রয় করেছে পাশাপাশি ভারতের হাতে কিছু দিন আগেই এসেছে তেজাস। অর্থাৎ বুঝতেই পারছেন যে দুটি যুদ্ধবিমান ই প্রায় একইসময় ভারতের বায়ুসেনার হাতে আসছে। অর্থাৎ খুব একটা পার্থক্য নয়।

ফ্রান্সের ‘জেজাল্ট রাফায়েল’ আর ভারতের ‘হাল তেজাস’-এর মধ্য তফাৎটা কি? এই নিয়ে অনেকেরই প্রশ্ন আছে।

১।গোত্র—
রাফয়েল-একটি মাল্টিরোল এয়াক্রাফট
তেজাস-হালকা ও ভিন্ন আওহাওয়া মানিয়ে মাল্টিরোল এয়ারক্রাফট

২।উন্মুক্ত সাল—
রাফায়েল-২০০১
তেজাস-২০১৫(টিডি মার্ক-১)

৩।চালক—
রাফায়েল-১জন
তেজাস-১জন

৪।এপর্যন্ত উৎপাদন সংখ্যা—
রাফায়েল-১৩৩টি
তেজাস-২৮টি

৫।সর্বোমোট দৈর্ঘ্য—
রাফায়েল-১৫.৩০মিটার
তেজাস-১৩.২০মিটার

৬।ডানা সমেত সর্বোমোট প্রস্থ—
রাফায়েল-১০.৯০মিটার
তেজাস-৮.২০মিটার

৭।উচ্চতা—
রাফায়েল-৫.৩৪মিটার
তেজাস-৪.৪০মিটার

৮।শূণ্যবস্থায় ওজন—
রাফায়েল-৯,৫০০কে.জি.
তেজাস-৫,৬৮০কে.জি.

৯।কত ওজন নিয়ে উড়তে সক্ষম—
রাফায়েল-২৪,৫০০কে.জি.
তেজাস-১৩,৫০০কে.জি.

১০।ইঞ্জিন—
রাফায়েল-২টি স্নিসিমা এম-৮৮ টার্বোফ্যান ইঞ্জিন যা চালাতে ১৯,৫৫৫এলবি জ্বালানী খরচ হয়।
তেজাস-১টি জেনারেল ইলেকট্রিকে এফ৪০৪-ইন-২০ টার্বোফ্যান ইঞ্জিন যা একবার চালাতে ১৯,০০০এলবি জ্বালানী খরচ হয়।

১২।একটানা কতটা উড়তে পারে—
রাফায়েল-১,৮৫০কিমি
তেজাস-৩,০০০কিমি

১৩।কতটা উঁচুতে উড়তে সক্ষম—
রাফায়েল-৪৯,৯৮৪ ফিট
তেজাস-৫৪,১৩৪ ফিট

১৪।অস্ত্র-শস্ত্র—


রাফায়েল—


১x৩০এমএম ‘গিয়াট-৩০/এম৭৯১’
স্বয়ংক্রিয় বন্দুক যা ৩,৩৬০ফিট দূর থেকে মিনিটে ২,৫০০রাউন্ড গুলি ছুড়তে সক্ষম

রাফায়েলের হার্ডপয়েন্টের সংখ্যা ১৪টি,এর ড্রপট্যাঙ্কের ধারণক্ষমতা ৯,৫০০কে.জি.

এয়ার টু এয়ার মিসাইল

আকাশ থেকে মাটি নিক্ষেপযোগ্য ক্ষেপনাস্ত্র—

আকাশ থেকে সমুদ্রে ক্ষেপনযোগ্য মিসাইল—

এমবিডিএ এএম ৩৯ এক্সোসেট জাহাজ ধ্বংসকারী মিসাইল
এএসএমপি-এ পরমাণু মিসাইল

৩xজেটিসোনেবেল জ্বালানী ড্রপ ট্যাঙ্ক

তেজাস—
১x২৩এমএম-এর জিএসএইচ-২৩ দুটি নলযুক্ত বন্দুক ২,৩৫০ফিট দূর থেকে ৩,৪০০-৩,৬০০রাউন্ড গুলি প্রতি মিনিটে নিক্ষেপ করতে সক্ষম

তেজাসে হার্ডপয়েন্টের সংখ্যা ৮টি (যার ৬টি হার্ডপয়েন্ট দুটি ডানার নীচে,আর ২টি লাইটেনিং পডের নীচে),হার্ডপয়েন্ট গুলিতে নীচের অস্ত্র গুলি ইনস্টল করা যেতে পারে:
এস-৮রকেট,১৩৫এমএম বোফোর্স রকেট
এয়ার৩।মিসাইল—এয়ার-টু এয়ার মিসাইল

আকাশ থেকে মাটিতে নিক্ষেপযোগ্য

যুদ্ধজাহাজ ধ্বংসকারী মিসাইল
বোম্ব

আর তেজাসে ড্রপ ট্যাঙ্ক ৩,৫০০কেজির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *