ডিফেন্স

চীন, পাকিস্তানের ভিতরে হামলা করতে সক্ষম। ভারতবর্ষের সেনাবাহিনীর হাতে থাকা সবথেকে রেঞ্জ বেশি কোন মিসাইলের? কতই বা রেঞ্জ তার?

নিউজ ডেস্কঃ মিসাইল টেকনোলোজিতে ভারত যে উন্নত তা একাধিকবার প্রমান হয়েছে। এবং ভবিষ্যতে যে ভারতের অত্যাধুনিক মিসাইল যুক্ত হচ্ছে তা মাথা ব্যাথার কারন হয়ে দাঁড়িয়েছে সারা বিশ্বের কাছে। তবে ভারতের হাতে এখন কি কি ধরনের মিসাইল আছে? বা তাদের রেঞ্জ কত?

তবে তার আগে মিসাইল গুলোর কোড দেওয়া হল:—

SRBM:– শর্ট রেঞ্জ ব্যলেস্টিক মিসাইল

CM:– ক্রুজ মিসাইল

IRBM :— ইন্টার মিডিয়েট রেঞ্জ ব্যলেস্টিক মিসাইল

ICBM :– ইন্টার কন্টিনেন্টাল ব্যলেস্টিক মিসাইল

SLBM:- সাবমেরিন লঞ্চড ব্যলেস্টিক মিসাইল

TBM :– থিয়েটার ব্যালিস্টিক মিসাইল

∆ এবার মিসাইলের লিস্ট দেখা যাক:—

নাম টাইপ রেঞ্জ

——— ——— ———

ক্যলিবার CM ২২০-৩০০

অগ্নি-১ SRBM ৭০০-১২০০

অগ্নি-২ MRBM ২০০০-৩৫০০

অগ্নি -৩ IRBM ৩০০০-৫০০০

অগ্নি -৪ IRBM ৩৫০০-৪০০০

অগ্নি -৫ ICBM ৫০০০-৮০০০

প্রহার SRBM ১৫০ কিমি

ধনুষ SRBM ২৫০-৪০০

ব্রাহ্মস CM ৩০০-৫০০

স্ক্যল্প CM ৫৬০

সাগরিকা SLBM ৭০০

K4 SLBM ২০০০-৩৫০০

সুরিয়া TBM ৭০০-২০০০

পিথবী-১ SRBM ১৫০

পিথবী-২ SRBM ২৫০-৩৫০

পিথবী-৩ SRBM ৩০০-৩৫০

তবে এত মিসাইলের মধ্যে কোন ধরনের মিসাইল কতগুলো তৈরি হয়েছে তা এখনও জানানো হয়নি। এছাড়াও এখানে এয়ার ডিফেন্স মিসাইলের নাম দেওয়া হয় নি। তবে অগ্নি-৬ এর নাম এখানে দেওয়া হয়নি। কারন ভারত এখনও অফিসিয়াল ভাবে অগ্নি-৬ কে টেস্ট করে নি।

তবে ২০২০ এর হিসাব অনুযায়ী চীনের কাছে ৬০০+ SRBM, ১৫০+ MRBM , ২০০+ IRBM, ১০০ ICMB ও ৩০০ GLCM (গ্রাউন্ড লঞ্চড ক্রুজ মিসাইল) রয়েছে। ভারতের লিস্ট গোপন রাখা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *