শব্দের থেকে প্রায় ৩ গুন গতিতে ছুটবে ব্রহ্মস
নিউজ ডেস্কঃ সুপারসনিক ক্রুজ মিসাইল ‘ব্রাহ্মোস’। ইতিমধ্যে এই ব্রাহ্মোস কে ভারতের অত্যাধুনিক ফাইটার জেট শুখোই বিমানে মোতায়েন করা হয়েছে। আর সেই ব্রাহ্মোস হল পৃথিবীর অন্যতম সেনা মিসাইল গুলির মধ্যে একটি।
সুপারসনিক ক্রুজ মিসাইল ‘ব্রাহ্মোস’ ভারত এবং রাশিয়ার যৌথভাবে তৈরি । ভারতের ব্রহ্মপুত্র ও রাশিয়ার মোস্কভা-দুই দেশের নদীর নামেই এই মিসাইলের নাম রাখা হয়েছে ব্রাহ্মোস। ভূমি, জাহাজ, বা যুদ্ধবিমান থেকেও ছোড়া যাবে এই মিসাইল। শব্দের চেয়ে তিনগুণ বেশি দ্রুত ম্যাক ২.৮ মিসাইলটি প্রায় ২৯০ কিলোমিটার দূরত্বের বস্তুতে নিরভুল্ভাবে আঘাত হানতে সক্ষম। যদিও বিশ্বের দ্রুততম এবং ভয়ঙ্কর আ্যান্টিশিপ মিসাইল বলে পরিচিত ব্রাহ্মোসের রেঞ্জ ৪০০ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত করা যেতে পারে।