ডিফেন্স

কিছু বছর আগে ভিয়েতনামের সাথে যুদ্ধ জড়িয়ে কত হাজার সেনা হারিয়েছিল চীন জানেন?

নিউজ ডেস্কঃ শত্রু শ্ত্রু আমার বন্ধু। আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে এটাই পুরোপুরি ভাবে মেনে চলা হয়। আর সেই কারন বশত চীনের শত্রু দেশ গুলি একের পর এক জোট বাধছে। বিশেষ করে দক্ষিণ চীন সাগরে চীনকে টাইট দিতে জাপান, অস্ট্রেলিয়ার সাথে জোট বেঁধেছে ভারতও। চীনের সাবমেরিন গুলির বিরুদ্ধে যাতে উপযুক্ত পদক্ষেপ গ্রহন করা যায়, সেই কারনে একাধিক অত্যাধুনিক টেকনোলোজি মোতায়েন করা হয়েছে। জাপান এবং অস্ট্রেলিয়ার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে ভারত। তবে আরও এক পদক্ষেপ এগিয়ে থাকতে চীনের প্রতিটা শত্রুদেশের সাথে সম্পর্ক আরও শক্তিশালী জোট গড়তে বিশেষভাবে সাহায্য করছে ভারতবর্ষ।

কিছুদিন আগে মায়ানমারের জন্য সাবমেরিন উপহার দিয়েছিল ভারতবর্ষ। এবং সেই সাবমেরিনে একাধিক অত্যাধুনিক টেকনোলোজি বসিয়ে দেওয়া হয়েছিল। মায়ানমারের পর এবার ভিয়েতনাম। ৩ দশক আগে চীনের সাথে যুদ্ধে জড়িয়েছিল এই দেশটি। এবং চীনকে উপযুক্ত শিক্ষাও দিয়েছিল তারা। চীন প্রচুর সেনা হারিয়েছিল ভিয়েতনামের বিরুদ্ধে। এবার ভিয়েতনামের সাথে চুক্তি করেছে ভারতবর্ষ। ভিয়েতনামকে ১০০ মিলিয়ন ডলারের ঋণ দেওয়া হয়েছে। ভিয়েতনাম নৌবাহিনীর জন্য বারোটি হাই পারফরম্যান্স বোট নির্মাণের জন্য এই অর্থ দেওয়া হয়েছে। চীনের বিরুদ্ধে লড়তে বা একজোট হতে যে ভারতবর্ষ একটুও পিছুপা হবেনা তা কার্যত স্পষ্ট। ভিয়েতনামের নৌবাহিনীর এই পারফরম্যান্স বোটের কাজও ইতিমধ্যে শুরু হয়েগেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *