ভবিষ্যতে ভারতের বায়ুসেনার কাছে কতগুলি যুদ্ধবিমান থাকবে?
নিউজ ডেস্কঃ ভারতীয় সেনাবাহিনীতে একের পর এক সমরাস্ত্র রয়েছে। চীন থেকে শুরু করে পাকিস্তানের যেকোনো সময় ভীত ধরানোর জন্য যথেষ্ট। কিন্তু কখনও ভেবে দেখেছেন যে মাঝ আকাশে যখন যুদ্ধবিমান থাকে, তখন কি ধরনের অসুবিধা হতে পারে? অর্থাৎ বেশিরভাগ সময় এমন হয় যখন মাঝ আকাশে তেল ভরতে হয় যুদ্ধবিমানকে।
ভারতীয় বায়ু সেনার ভবিষ্যতের দিকে তাকালে দেখতে পাওয়া যাবে অদূর ভবিষ্যতেই বিমানবাহিনী তে ১২৩ তেজস , ২৭২ সুখোই ৩০, ৮০ মিগ ২৯ ইউপিজি ও ৩৬ রাফায়েল ( আমকা ও তেজস মার্ক ২ এর হিসাব ধরা হয়নি ) থাকছে। এছাড়াও জাগুয়ার , মিরাজ ২০০০ মিলিয়ে আপাতত ৬০০ ফাইটার জেট থাকছে।