গোটা লাদাখ জুড়ে চীনের দাদাগিরি পুরোপুরি বন্ধ হতে চলেছে ২০২২ এর মধ্যে
নিউজ ডেস্কঃ চীনের সাথে সমস্যা দিনের পর দিন বেড়েই চলেছে। তবে কিছুদিনের মধ্যে যে চীনের দাদাগিরি কোনও দিক থেকেই চলবেনা তা আরও স্পষ্ট হয়ে যাচ্ছে। ভারত-চীন বর্ডারের কাছে একাধিক রাস্তা নির্মাণ করে চলেছে ভারত সরকার। যুদ্ধকালীন পরিস্থিতিতে ঝাড়খণ্ড থেকে প্রায় ১১০০০ লোককে নিয়ে যাওয়া হয়েছিল এই রাস্তা নির্মাণ কাজের জন্য।
বিশেষ করে এই রাস্তা গুলি তৈরি হচ্ছে সব লাদাখের কাছেই, এবং একটি রাস্তার বিকল্প হিসাবে আরও রাস্তা তৈরি করা হচ্ছে। যাতে কোনও অসুবিধার সম্মুখীন হতে না হয় ভারতীয় সেনাকে। এবং রাস্তা গুলি তৈরি হচ্ছে প্রায় ১৭,৮০০ ফুট উচ্চতায়। ২০২২ এর মধ্যে গোটা লাদাখ জুড়ে ৬১ টি স্ট্র্যাটেজিক রাস্তা তৈরি করবে ভারত। সর্বোপরি চীনের দাদাগিরি পুরোপুরি বন্ধ হতে চলেছে কিছুদিনের মধ্যেই।