ডিফেন্স

রাশিয়ার থাকা এই ভয়ংকর বোম্বারটি তৈরি করা হয়েছে আমেরিকার বিরুদ্ধে লড়তে। দেখুন এর বিধ্বংসী রুপ

নিউজ ডেস্কঃ আমেরিকার সাথে পাল্লা দেওয়ার ক্ষেত্রে রাশিয়া যে সবসময় এককদম এগিয়ে তা বলাই বাহুল্য। কারন আমেরিকার বিরুদ্ধে প্রস্তুত থাকতে রাশিয়া সবধরনের অস্ত্রই কমবেশি তৈরি করে রেখেছে। আমেরিকান বম্বার যুদ্ধবিমান গুলির সারা পৃথিবী জুড়ে নাম থাকলেও রাশিয়া কিন্তু সেক্ষেত্রে অনেকটা এগিয়ে রয়েছে বলে ধরা হয়।

টুপলেভ টু ১৬০। রাশিয়ার একটি অত্যাধুনিক এবং বিধ্বংসী বম্বার। ১৯৮১ সালে এটি তৈরি সম্পন্ন হলেও ১৯৮৭ সালে এটি সার্ভিসে আসে। যুদ্ধবিমানটি প্রথমের দিকে সোভিয়েত এবং ইউক্রেনের সেনাবাহিনীতে থাকলেও বর্তমানে এই যুদ্ধবিমানটি একমাত্র রাশিয়ান এরোস্পেস ফোর্সের হাতে রয়েছে।

এটি একটি হেভি স্ট্র্যাটেজিক বম্বার। এই যুদ্ধবিমানটি সবথেকে দ্রুত গতি এবং সবথেকে বেশী বোমা বহনে সক্ষম সারা পৃথিবীর মধ্যে।৪ জন ক্রিউ মেম্বার নিয়ে প্রায় ১,৫০,০০০ কেজি অর্থাৎ ১.৫ টন অজনের বোমা বহনে সক্ষম। যুদ্ধবিমানটি ২২০০কিমি/ঘণ্টার গতিবেগে ৫২০০০ ফুট উচ্চতা থেকে আক্রমণ শানাতে পারে। রেট অফ ক্লাইম্ব ১৪০০০ ফুট/মিনিট। অর্থাৎ রাশিয়ার এই বম্বার যেকোনো মুহূর্তে ধ্বংসাত্মক রূপ নিতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *