কার্গিল যুদ্ধের পরই এই বিধ্বংসী জাহাজ তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়
নিউজ ডেস্কঃ ভারতের তৈরি হচ্ছে প্রচুর অস্ত্রশস্ত্র। বিশেষ করে কার্গিল যুদ্ধের পর প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর সেইসময় দাঁড়িয়ে এর গুরুত্ব বুঝতে পারে। আর সেই কারনে একাধিক প্রকল্প হাতে নেন তিনি। আর সেই কারনে ফ্রেগেট বা ডেস্ট্রয়ার থেকে শুরু করে সাবমেরিন যাতে ভারতবর্ষেই তৈরি করা হয় সেই কারনে এক গুচ্ছ প্রকল্প ঘোষণা করেন। ভারতে তৈরি হওয়া অন্যতম সেরা ভেসেল্স বলা হয়ে থাকে এই আই এন এস নীলগিরি ডেস্ট্রয়ারকে।
কলকাতা বা ভিশাখাপত্তনামের মত ১৬ টি ব্রাহ্মোস অস্ত্র বহনে সক্ষম নয় এটি, তবুও এটিকে সেরা বলে থাকেন ডিফেন্স বিশেষজ্ঞেরা। প্রথমত কলকাতা বা ভিশাখাপত্তনামের চেয়ে আধুনিক এসা সার্ভেইল্যন্স রেডার বহন করে আই এন এস নীলগিরি। দ্বিতীয়ত ঐ দুই ডেস্ট্রয়ারের চেয়ে রেডার সিগনেচার এর অনেক কম।