আগামি বছরই অত্যাধুনিক ব্যালেস্টিক মিসাইল সাবমেরিন আসতে চলেছে সেনাবাহিনীর হাতে
নিউজ ডেস্কঃ বেশ কিছু দিনের মধ্যে ভারতের নৌবাহিনীর হাতে একের পর এক যুদ্ধজাহাজ থেকে শুরু করে সাবমেরিন আসতে চলেছে। শুধু তাই নয় যুদ্ধজাহাজ গুলিতে আধুনিক মানের মিসাইল ইন্সটল হতে চলেছে। বিশেষ করে চীন এবং পাকিস্তানের বিরুদ্ধে লড়তে এই মিসাইল আসতে চলেছে।
ভারতীয় নৌবাহিনীর দ্বিতীয় ব্যলিস্টিক মিসাইল সাবমেরিন আইএনএস আরিঘাত সি ট্রায়ালের ফাইনাল স্টেজে আছে। আগামী বছরের প্রথম অর্ধেই ভারতীয় নৌবাহিনীতে যুক্ত হতে চলেছে এই সাবমেরিন। ৬০০০ টনের এই সাবমেরিন ১২টি কে-১৫ বা ৪টি কে-৪ এসএলবিএম বহনে সক্ষম।
পাশাপাশি ৭০০০টনের আরও দুটি সাবমেরিন যেগুলি কন্সট্রাক্সানে আছে যা জলে নামতে চলেছে। এগুলি ৮টি করে কে-৫ এসএলবিএম বহন করবে। আর ১২০০০টনের সুপার লার্জ সাবমেরিন এস-৫ ১২টি কে-৬ বহন করতে পারবে।
অন্যদিকে ভারত এবং রাশিয়া শেষ বছর মার্চে ৩বিলিয়নের বিনিময়ে তৃতীয় চক্র লিজ নেওয়ার চুক্তি সম্পন্ন করেছে যা ২০২৫এর আগে ভারতে পৌছাবে বলে আশা প্রকাশ করা হচ্ছে।