ইস্টবেঙ্গলের স্পন্সার জট। কো স্পন্সার হিসাবে নাম থাকছে কাদের?
নিউজ ডেস্কঃ চলতি মরশুমের আই এস এল বাকি বছর গুলির থেকে আলাদা তা আর বলার অপেক্ষা রাখেনা। এইবছর আই এস এলে দুই শতাব্দী প্রাচীন ক্লাবকে দেখা যেতে চলেছে। দীর্ঘ তালবাহানার পর এবার আই এস এলে দেখা যাবে এই দুই ক্লাবকে। তবে ইস্তবেঙ্গলে স্পন্সার জট এখনও পুরোপুরি কাটেনি বলে মত একাধিক বিশেষজ্ঞের।
ইন্ডিয়ান সুপার লিগে গোয়ায় প্রস্তুতি সারতে থাকা ইস্টবেঙ্গলের জার্সির মাঝখানে রাখা হয়েছে মূল বিনিয়োগকারী সংস্থা শ্রী সিমেন্টের লোগো। তবে চলতি মরশুমে এফএসডিএলের নিয়ম অনুযায়ী জার্সিতে আরও চারটি কো-স্পনসরের নাম রাখা যেতে পারে। তাই সেই সুযোগকে কাজে লাগিয়েই আগামী ১৭ নভেম্বর লাল হলুদ জার্সিতে আরও তিনটি স্পনসরের নাম ঘোষণা করা হবে বলে সূত্রের খবর। আইএসএল ২০ নভেম্বর থেকে শুরু হলেও, টুর্নামেন্টে লাল হলুদকে দেখা যাবে সাত দিন পর। অর্থাৎ ২৭ নভেম্বর।
আইএসএলে প্রথমবার দেখা যেতে চলেছে লাল-হলুদ শিবিরকে। প্রথম ম্যাচেই ডার্বির আঁচ গায়ে লাগাতে হবে রবি ফাউলারকে। তাই আগেভাগেই নিজেদের তৈরি থাকতে হচ্ছে লাল হলুদ ব্রিগেডকে, কারণ এসসি ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ চির-প্রতিদ্বন্দ্বী এটিকে মোহনবাগান।
নতুন প্রেক্ষাপটে দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আশা রাখছেন দুই ক্লাবের ফুটবল প্রেমীরা। দ্বিতীয় ম্যাচে তাদের প্রতিপক্ষ মুম্বই সিটি এফসি।