কলকাতা থেকে দুই দল। আর কোন কোন রাজ্যের দল থাকছে আই এস এল ৭ এ?
নিউজ ডেস্কঃ আই এস এল ২০২০-২১ মরশুম। বাকি ৬ টা বছরের থেকে যে এই বছর আলাদা হতে চলেছে বলাই বাহুল্য। কারন সিসেন সেভেনে দেখা যেতে চলেছে বাংলার দুই যুযুধান ইস্টবেঙ্গল এবং মোহনবাগানকে। পাশাপাশি ইস্টবেঙ্গল প্রথম ম্যাচেই মুখোমুখি হবে মোহনবাগানের। তবে এবার আই এস এল ১১ দলের।
কোন কোন দল থাকছে এই মরশুমে? কোন স্টেডিয়াম তাদের হোম গ্রাউন্ড বা কোন রাজ্যের দল? একঝলকে দেখে নিন
এটিকে মোহনবাগান- কলকাতা
বেঙ্গালুরু- বেঙ্গালর, কর্ণাটক
গোয়া- মারগাও, গোয়া
এই দলের ই ফাটরডা স্টেডিয়াম হল হোস্ট ভেন্যু
চেন্নাইয়ান চেন্নাই, তামিলনাড়ু
কেরালা ব্লাস্টার্স কোচি কেরালা
মুম্বাই সিটি মুম্বাই, মহারাষ্ট্র
ওড়িশা ভুবনেশ্বর, ওড়িশা
এই চার দলের ভেন্যু হল জি এম সি অ্যাথলেটিক স্টেডিয়াম
ইস্টবেঙ্গল কলকাতা
হায়দ্রাবাদ হায়দ্রাবাদ, তেলেঙ্গানা
জামশেদপুর জামশেদপুর, ঝাড়খণ্ড
নর্থইস্ট ইউনাইটেড গুয়াহাটি, আসাম
এই দল গুলির হোম ভেন্যু হল তিলক ময়দান স্টেডিয়াম