Uncategorised

শত্রুপক্ষের যুদ্ধাস্ত্র কে ধুলো করে দিতে আসছে বিধ্বংসী বোম্ব

নিউজ ডেস্কঃ ভারতীয় নৌসেনা এবং বায়ুসেনা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে। ভারতীয় বায়ু সেনা ও নৌ সেনা মিলিত ভাবে ৫০০ স্মার্ট আন্টি এয়ারফিল্ড উইপন SAAW এর অর্ডার দিতে চলেছে।

ইন্ডেজেনাসলি ডেভেলপ করা স্মার্ট গাইডেড এই বোম্ব। গ্রাউন্ড টার্গেট কে ১০০ কিমি দূর থেকে এনগেজমেন্ট করতে পারে।২০১৮ সালে ১৬ থেকে ১৮ আগস্ট মাসে তিনবার সফল পরীক্ষার পর DRDO এর প্রোডাকশন শুরু করতে চলেছে।

এই ১২০ কেজি ওজনের স্মার্ট বোম্বটি রানওয়ে, ব্যাংকার, হাঙ্গার, এবং অন্যান্য কংক্রিট স্ট্রাকচার কে ধুলো করে দিতে পারে। হালকা এই অস্ত্র টি দেশে তৈরী এক বিশ্ব মানের হাতিয়ার যা জাগুয়ার ও সু ৩০ এম কে আই থেকে পরীক্ষা করা হয়েছে।  ধীরে ধীরে এগুলো অন্যান্য প্লাটফর্ম গুলোতে যুক্ত করা হবে। অনেকক্ষেত্রে এই গুলো মিসাইল প্রণালীর চেয়ে সঠিক লক্ষে টার্গেট কে আক্রমন করতে দেখা গেছে। অস্ত্র প্রণালিটির এখন প্রর্যন্ত  ৮  বার সফল পরীক্ষণ হয়েছে বিভিন্ন ভু প্রকৃতি গত অঞ্চলে ভারতের বায়ুসেনা  দ্বারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *