তুর্কির ৯ টির বেশি ড্রোন জ্যাম ডাউন করা হল
নিউজ ডেস্কঃ আর্মেনিয়া এবং আজারবাইজানের যুদ্ধ প্রায় এক মাস পার করে ফেলেছে। দুই দেশেরই ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আজারনাইজানকে পাকিস্তান এবং তুরস্ক সমর্থন করেছে, কিন্তু আর্মেনিয়াকে এখনও সরাসরি কেউ সমর্থন করেনি।
তবে বেশ কয়েকজনের মতে আর্মেনিয়াকে বাঁচাতে এবার আজারবাইজান ও তূর্কির বিরুদ্ধে মাঠে নেমেছে রাশিয়া। খবর অনুযায়ী আর্মেনিয়াতে অনুপ্রবেশের সময় রুশ তার “ক্রাশুখা-৪” ইলেক্ট্রনিক ওয়ারফেয়ার ব্যবহার করে তূর্কির ৯টির বেশি টিবি-২ ড্রোন “জ্যম ডাউন” করেছে। ড্রোন গুলি আর্মেনিয়াতে অবস্থিত রাশিয়াম মিলিটারি বেস গুমড়ির খুব কাছাকাছি চলে এসেছিল।