ডিফেন্স

ভারত-চীন ঝামেলার মধ্যেই সেনাবাহিনী হাতে পেতে চলেছে বিধ্বংসী ড্রোন

নিউজ ডেস্কঃ ভারতবর্ষের হাতে যে একাধিক ড্রোন আসতে চলেছে তা অনেক আগেই প্রকাশ্যে এসেছিল। আমেরিকা থেকে একাধিক যুদ্ধাস্ত্র ক্রয় করতে চলেছে সেকথাও সকলেরই জানা তবে আমেরিকার থেকে ড্রোন হাতে পাওয়ার পর যে ভারতের শক্তি বেশ কিছুটা বৃদ্ধি পাবে তা বলাই বাহুল্য।

LAC তে ভারত-চীন ঝামেলার মধ্যেই ভারত এমারজেন্সি ভিত্তিতে ৬ টি MQ-9 ক্রয় করতে আমেরিকার কাছে দাবি করেছে। ৬ টি ড্রোনের দাম ৬০০ মিলিয়ন ডলার, প্রতিটি ড্রোনের দাম ১০০ মিলিয়ন ডলার। পরে আরো ২৪ টা ক্রয় করা হবে। এক একটা MQ-9 এর দাম প্রায় ৮০০ কোটি টাকা যুদ্ধাস্ত্র সহ। যেখানে একটি সুখোই ৩০ এমকেআই ফুল ওয়েপনস প্যাকেজ সহ দাম প্রায় ৬০০ কোটি টাকা এবং একটি তেজস মার্ক ১ এ দাম হচ্ছে প্রায় ৪৬০ কোটি টাকা। তবে এটাও মনে রাখা দরকার MQ-9 এই মুহূর্তে বিশ্বের সেরা অ্যাটাক ড্রোন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *