বিশ্বকর্মা পূজার দিন কেন নির্ধারিত থাকে ভেবে দেখেছেন?
বিশ্বকর্মা পূজা এমন একটি পূজা যেই পূজা একটি নির্দিষ্ট দিন নির্ধারিত করা থাকে ক্যালেন্ডারে।কিন্তু হিন্দুদের পূজা যেমন- সরস্বতী পূজা, লক্ষ্মী পূজা, দুর্গা পূজা,কালী পূজা ইত্যাদি আরও বাকি যেসব পূজা রয়েছে সেগুলোর একটি দিন থাকে না তাহলে কেন শুধুমাত্র বিশ্বকর্মা পূজার দিন নির্ধারিত থাকে ক্যালেন্ডারে।এই প্রশ্নের উত্তর অনেকেই জানেন না।জেনে নিন এর কারন।
হিন্দু ধর্মে সব দেব-দেবীরই পুজোর তিথি স্থির হয় চাঁদের গতিপ্রকৃতির উপর নির্ভর করে। এ বিষয়ে চান্দ্র পঞ্জিকা অনুসরণ করা হয়ে থাকে। কিন্তু বিশ্বকর্মার পুজোর তিথি স্থির হয় সূর্যের গতিপ্রকৃতির উপর ভিত্তি করে। যখন সূর্য সিংহ রাশি থেকে কন্যা রাশিতে গমন করে, তখনই সময় আসে উত্তরায়ণের। দেবতারা নিদ্রা থেকে জেগে ওঠেন এবং শুরু হয় বিশ্বকর্মার পুজোর আয়োজন। হিন্দু পঞ্জিকা অনুযায়ী ‘কন্যা সংক্রান্তি’ তে পড়ে বিশ্বকর্মা পূজা।গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে এটি সাধারণত প্রতি বছর ১৬ থেকে ১৭ সেপ্টেম্বরের মধ্যে উদযাপিত হয়।এই দিনটি ভারতীয় সৌর বর্ষপঞ্জি এবংবঙ্গাব্দের ভাদ্র মাসের শেষ দিন।