ষষ্ঠ প্রজন্মের বিমান। আমেরিকার পর এবার কোন দেশ আনছে তাদের বিধ্বংসী এই ষষ্ঠ প্রজন্মের বিমান?
নিউজ ডেস্কঃ পঞ্চম প্রজন্মের পর এবার ষষ্ঠ প্রজন্মের বিমান তৈরির দিকে মন দিয়েছে পৃথিবীর একাধিক দেশ। ইতিমধ্যে ২০২৭ এ যে আমেরিকার ষষ্ঠ প্রজন্মের বিমান পরীক্ষা শুরু হবে তা জানিয়েছে আমেরিকা। আমেরিকার পর এবার ব্রিটেন ও তাদের ষষ্ঠ প্রজন্মের বিমানের কথা জানাল।
BAE System ব্রিটেনের ষষ্ঠ প্রজন্মের ফাইটার জেট। টেম্পেস্টের উইন্ড টানেল টেস্ট করল, যার ছবি ইতিমধ্যে প্রকাশ হয়েছে। পরীক্ষা করা মডেলের স্পিড ২ ম্যাকের(আনুমানিক ২২০০ কিমি/ঘণ্টা) ও বেশী ছিল। প্রসংগত এই প্রজেক্টে অংশ নেবার জন্য ব্রিটেন ইতিমধ্যেই ভারতকে আমন্ত্রন করে রেখেছে। তবে ব্রিটেনের সাথে ইটালি এবং সুইডেন রয়েছে এই প্রজেক্টে।