ডিফেন্স

কাশ্মীরের জঙ্গিদের শায়েস্তা করতে ভারতীয় সেনাবাহিনীর হাতে আসছে অত্যাধুনিক প্রযুক্তির মেশিন

নিউজ ডেস্কঃ চীন-ভারত ঝামেলা এখনও সেভাবে কমেনি তারমধ্যেই কাশ্মীরের আতঙ্কবাদীদের শায়েস্তা করতে নতুন টেকনোলোজি আসতে চলেছে ভারতের সেনাবাহিনীর হাতে। ভারতীয় সেনা ইসরায়েল থেকে প্রচুর পরিমাণে ফায়ারফ্লাই লয়টারিং মিউনেশন কিনতে চলেছে। ইসরায়েলের রাফায়েল ইন্ডাস্ট্রিজ এর তৈরি এই স্পাইক ফায়ারফ্লাই র গুরুত্ব অপরিসীম। এই টেকনোলোজি স্পেশালফোর্স ও ইনফ্রেন্ট্রি এর দরকার।এটি দেখতে অনেকটা ছোট ড্রোনের মত। শত্রুপক্ষের বাংকার, স্নাইপার, রেডার, কমিউনিকেশন পোস্ট, অস্ত্রের ডিপো ধ্বংস করতে এটিকে বিশেষভাবে ব্যবহার করা হয়।

একজন অপারেটর রিমোটের সাহায্যে এটা অপারেট করে এবং এর AI সিস্টেম বাকী কাজ করে দেয়। এটি প্রধানত কাশ্মীরের মত জায়গায় জঙ্গিদের উপর নজরদারি চালানোর পাশাপাশি তাদের খতম করতে কাজে লাগবে। গত ৪ মে ইসরায়েল তাদের স্পেশাল ফোর্স এর জন্য অর্ডার করেছিল, এবার ভারত ও কিনতে চলেছে এই অত্যাধুনিক টেকনোলোজিটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *