ডিফেন্স

ভারতীয় যুদ্ধবিমানের সাথে এই প্রযুক্তি চীন সীমান্তে ঘুম উড়িয়েছিল

নিউজ ডেস্কঃ রাফালের আগেই ভারতের হাতে সুখোই সু ৩০ র মতো বিধ্বংসী যুদ্ধবিমান রয়েছে। সুখোই সিরিজের এই বিমানকে পৃথিবীর অন্যতম সেরা বিমান গুলির মধ্যে ধরা হয়। বিশেষ করে ভারতের হাতে থাকা সুখোই এর সাথে ইসরায়েলের একাধিক কনফিগারেশানের ফলে এটি আরও ভয়ংকর। এই বিমানে লাগানো সাথে ছবিতে দেখতে পাচ্ছেন নেত্রা আও্যাক্স।

নেত্রা আও্যাক্স এর একাধিক ক্ষমতা আছে। এর ট্র্যাকিং রেঞ্জ হল ৫০০ কিমি।

দূর্দান্ত ইলেকট্রনিক কাউন্টার-কউন্টারমেজরের সাথে নেত্রাতে এখন ইলেকট্রনিক ইন্টেলিজেন্সের সুবিধাও রয়েছে। ফলে নেত্রা রেডারের মাধ্যমে শনাক্তকরনের সাথে সাথে শত্রুর রেডারের পজিশান এবং কমিউনিকেশান লিংক শনাক্তকরন, ট্র্যকিং এবং জ্যমিং এর কাজও করে থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *