ভারতকে অফার করার পরেই অত্যাধুনিক পঞ্চম প্রজন্মের বিমান অর্ডার করল রাশিয়া
নিউজ ডেস্কঃ রাশিয়া ইতিমধ্যে ভারতকে পঞ্চম প্রজন্মের বিমান ক্রয় করার জন্য অফার করেছিল। তবে সেই বিমান ভারত ক্রয় করবে কিনা সেই বিষয়ে এখনও জানা যায়নি। তবে রাশিয়ার বিমান বাহিনী তাদের বিমান বহরে এবার পঞ্চম প্রজন্মের বিমান অন্তর্ভুক্ত করতে চলেছে
রাশিয়া তাদের বিমান বাহিনীর জন্য ৭৬ টি SU-57 অর্ডার করেছে। তাদের ইউনিট প্রাইস ৩৪.৫ মিলিয়ন ডলার পরছে। তবে এর মধ্যে কোনও অস্ত্র থাকবে না। অয়েপেন্স প্যাকেজ ছাড়াই।