ডিফেন্স

ভারতীয় সেনাকে বিধ্বংসী যুদ্ধবিমানের ইঞ্জিন দেওয়া হল

নিউজ ডেস্কঃ ভারতবর্ষের দেশীয় প্রযুক্তিতে যুদ্ধবিমান বানাচ্ছে। তবে এখনও পর্যন্ত একাধিক অস্ত্র থেকে শুরু করে বিভিন্ন টেকনোলোজি দেশীয় প্রযুক্তিতে তৈরি হয়না। বিশেষ করে যুদ্ধবিমানের ক্ষেত্রে। আর তার জন্য ভর করতে হয় রাশিয়া বা ফ্রান্সের উপরই।

সম্প্রতি হ্যাল ৫০০ তম AL-31FP ওভারহোলড ইন্জিন ইন্ডিয়ান এয়ারফোর্স কে সরবরাহ করল। AL-31FP সুখোই ৩০ এমকেআই বিমানে ব্যবহার করা হয়।

ভারতের শুধু সুখোই সু ৩০ তে নয়, পাশাপাশি সুখোই সু ৩৫ এবং সুখোই সু ২৭ এ ও ব্যবহার করা হয়ে থাকে। অন্যদিকে চীনকে ও এই ইঞ্জিন সাপলাই করে থাকে রাশিয়া। চীন তাদের শেংইয়াং যে ১১, চেংদু যে ১০ এবং পঞ্চম প্রজন্মের বিমান চেংদু যে ২০ তে ও ব্যবহার করে থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *