প্রেমীকদের জন্য নতুন ট্রেনের ব্যবস্থা চীনের
নিউজ ডেস্কঃ প্রেম করতে চান? সিঙ্গেল? ভাবছেন কি করবেন? এখনও পর্যন্ত সঙ্গী খুঁজে পেলেননা। এসব সমস্যা মেটাতে চিনের নতুন পন্থা y999 love persuit ট্রেন। সিঙ্গেলদের কথা মাথায় রেখে ১০ কামরার এই ট্রেনটি বানানো হয়েছে।
চার বছর আগে ট্রেনটি বানানো হয়। প্রথমবার একসাথে ৩০০০ সিঙ্গেলদের নিয়ে যাত্রা শুরু করে এই ট্রেন। বার্ষিক ছুটিতে এই ট্রেনে করে বেড়াতে গিয়েছিলেন এতজন সিঙ্গেল। সেখান থেকে ১০ টি কাপল এখনও পর্যন্ত বিয়ে করে সুখে সংসার করছেন। ২০১৯ সালেও এই ট্রেন যাত্রা করেছিল।
সিঙ্গেলদের জন্য এই অভিনব পন্থা নিয়েছেন চিনের চেংদু রেলওয়ে সংস্থা। মূলত চিনে সিঙ্গেলের সংখ্যা ২০ কোটির উপর। তাদের ইচ্ছে পুরনের কথা মাথায় রেখেই এই বিশেষ ট্রেনটি বানানো হয়েছে। এবছরে ১০০০ এর উপর সিঙ্গেলদের নিয়ে যাত্রা করেছিল এই ট্রেন।