10 থেকে 70 বছর বয়সী 7 জন ব্যক্তি আত্মহত্যা করেছে আমাদের তথাকথিত ‘City of Joy’-এ?
নিউজ ডেস্কঃ 2020 সালের 16 জুন, 10 থেকে 70 বছর বয়সী 7 জন ব্যক্তি আত্মহত্যা করেছে আমাদের তথাকথিত ‘City of Joy’-এ। এই অদ্ভূত ধারাবাহিক ঘটনা ঘটেছে অভিনেতা সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার ঠিক দু’দিন পরেই। এই ঘটনাগুলি শমিককে নাড়া দেওয়ার পরে এই গানটি তৈরী হয়। সেই হতাশা ও যন্ত্রণার প্রক্রিয়া যা মানুষকে আত্মহত্যার দিকে ঠেলে দেয়, এবং তাঁর নিজের জীবনে কীভাবে দু’বার এই পরিস্থিতি কাটিয়ে উঠেছেন তা প্রকাশ করার জন্য, তিনি তাঁর শব্দগুলিকে বেছে নিলেন এবং একটি ঘণ্টার মধ্যে গানের কথা লিখে তৎক্ষণাৎ তাঁর অত্যন্ত প্রতিভাবান দুই সংগীতজ্ঞ বন্ধুর সাথে যোগাযোগ করলেন। শিবাশীষ ব্যানার্জি ট্র্যাকটি প্রযোজনা করেছেন এবং চয়ন চক্রবর্তী গিটার বাজিয়েছেন এবং গানটি মিক্স করেছেন। গানটি শুনতে ভাল লাগতে শুরু করার পরে, শমিক একটি মিউজিক ভিডিও করার কথা ভাবেন। তবে বর্তমান পরিস্থিতিতে বিশ্বব্যাপী লকডাউনের মধ্যে শুটিং করা বেশ কষ্টসাধ্য ছিল। তাঁরা কেবল ডিওপি প্রসেনজিৎ কোলের সাথে আইফোনে
একটি হোম শ্যুট করার পরিকল্পনা করলেন এবং পরবর্তীকালে একই ফোনে শমিক সম্পাদনা করেছেন।
শমিক একজন চলচ্চিত্র নির্মাতা যিনি ’89’ – দ্য ফিল্ম, ‘আমি জয় চ্যাটার্জী’ ‘তৃতীয় অধ্যায়’ এবং ‘ডি-মেজর’-এর মতো ছবির জন্য সংগীত লিখেছেন এবং সুর দিয়েছেন। এখানে ‘ডি-মেজর’ ছিল পরিচালক হিসাবে তাঁর প্রথম ফিচার ফিল্ম, এবং ‘তৃতীয় অধ্যায়’ ফিচার ফিল্মে তিনি তাঁর রচিত ও সুর করা গানটি গেয়েওছিলেন। তিনি ভিএফএক্সের টেকনিক্যাল ডিরেক্টর হিসাবে কাজ করতেন এবং ‘লাইফ অফ পাই’, ‘নাইট অ্যাট দ্য মিউজিয়াম’ ইত্যাদি ফিল্মের জন্য কাজ করেছেন।