ইউক্রেনের বাসিন্দা। অ্যামেরিকাতে এসে ওবামার দলের সদস্য এই হলি অভিনেত্রী। রইল ফটোগ্যালারি
ধর্ম নিয়ে কথা বলে বেশ কিছু অভিনেত্রী ফ্রন্ট লাইনে এসেছিলেন। আবার কিছু অভিনেত্রী রাজনীতি করার জন্য বেশ সুপরিচিত। মিলেনা মারকোভনা “মিলা” কুনিস। যুক্তরাষ্ট্রের একজন হলিউড অভিনেত্রী। ১৯৯১ সালে সাত বছর বয়সে তিনি তৎকালীন সোভিয়েত শাসিত ইউক্রেন থেকে তার পরিবার সমেত দেশান্তরিত হয়ে লস আঞ্জেলেস চলে আসেন। শৈশবে পড়াশোনার পাশাপাশি অভিনয় শিক্ষার ক্লাসে অধ্যয়নের সময় চলচিত্র জগতের একজন প্রতিনিধি তার অভিনয় প্রতিভা আবিষ্কার করেন। তার বয়স ১৫ হওয়ার পূর্বেই তিনি একাধিক টেলিভিশন ধারাবাহিক এবং বিজ্ঞাপনে অভিনয় করেন। তিনি জ্যাকি বার্কাট। চরিত্রে দ্যাট সেভেন্টিজ শো তে অভিনয় করেছিলেন।
তবে মূখ্য চরিত্রে তিনি অভিনয় শুরু করেন ২০০৮ সালে ফরগ্যাটিং সারাহ মার্শাল নামক একটি কৌতুকপ্রদধর্মী রোমাণ্টিক চলচিত্রে র্যাচেল চরিত্রের ভূমিকায়। তার অন্যান্য চলচিত্রগুলোর মধ্যে রয়েছে ম্যাক্স।
কুনিস ডেমোক্র্যাটিক দলের সাথে যুক্ত। পাশাপাশি বারাক ওবামার সমর্থক ও বটে। তিনি একাধিক সময় রিপাব্লিক্যান দের নিয়ে একাধিক সমালোচনা করেছেন একাধিক সময়। পাশাপাশি তিনি যে সব ধর্মকে সমান ভাবে মানেন তা একাধিকবার জানিয়েছেন।